ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলা হচ্ছে না টাইগারদের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৩, ২০:০৮

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য আগামী মার্চে বাংলাদেশে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। মূল সিরিজ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও সেটা আর হচ্ছে না। প্রস্তুতি ম্যাচ বাতিল হওয়ার বিষয়টি নিশ্চিত করেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।

গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নিজামউদ্দিন বলেন, ‘বড় বড় দলগুলো তাদের সফরের আগে একটি করে টিম পাঠিয়ে থাকে। এবারও তার ভিন্ন হয়নি। ইংল্যান্ডের হেড অফ ক্রিকেট অপারেশন্স এবং আরেকজন কর্মকর্তা এসেছিলেন। তারা কন্ডিশন দেখে গেছেন।’

তিনি আরও বলেন, ‘মূল সিরিজ শুরুর আগে আমাদের প্রস্তুতি ম্যাচ আয়োজনের ভাবনা ছিল। কিন্তু সফরকারীরা খেলতে চাইছে না। তারা শুধু আনুষ্ঠানিক ম্যাচগুলো খেলতে চাইছে।’

উল্লেখ্য, আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখবে ইংল্যান্ড দল। মার্চের ১, ৩ ও ৬ তারিখে ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচই মিরপুরে অনুষ্ঠিত হবে। এরপর ৯, ১২ ও ১৪ তারিখে টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রথম টি-টোয়েন্টি চট্টগ্রামে ও শেষ দুটি মিরপুরে অনুষ্ঠিত।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বিশ্বকাপ স্কোয়াডে সাইফউদ্দিনকে না রাখায় অবাক হয়েছি: কোচ নাজমুল আবেদীন

বিশ্বকাপে সহ-অধিনায়ক হিসেবে যাচ্ছেন তাসকিন আহমেদ 

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা: থাকছেন তাসকিন বাদ সাইফউদ্দিন 

কোচ নাজমুল আবেদীন ফাহিমকে নিয়ে সাকিবের একাকী অনুশীলন

বিশ্বকাপের দল ঘোষণা আজ, থাকছেন তাসকিন?

আইকন হিসেবে মোস্তাফিজকে দলে ভেড়ালো ডাম্বুলা থান্ডার্স

তারকা ক্রিকেটারদের ছাড়াই নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

৪০০ কোটি আয়, তবুও টিম মালিক কেন খেলোয়াড়ের প্রতি ক্ষুব্ধ, প্রশ্ন শেবাগের

উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবাকে টপকে বিশ্বরেকর্ড বাবর আজমের

বিশ্বকাপের দল ঘোষণা কবে জানাল বিসিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :