ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলা হচ্ছে না টাইগারদের

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য আগামী মার্চে বাংলাদেশে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। মূল সিরিজ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও সেটা আর হচ্ছে না। প্রস্তুতি ম্যাচ বাতিল হওয়ার বিষয়টি নিশ্চিত করেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।
গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নিজামউদ্দিন বলেন, ‘বড় বড় দলগুলো তাদের সফরের আগে একটি করে টিম পাঠিয়ে থাকে। এবারও তার ভিন্ন হয়নি। ইংল্যান্ডের হেড অফ ক্রিকেট অপারেশন্স এবং আরেকজন কর্মকর্তা এসেছিলেন। তারা কন্ডিশন দেখে গেছেন।’
তিনি আরও বলেন, ‘মূল সিরিজ শুরুর আগে আমাদের প্রস্তুতি ম্যাচ আয়োজনের ভাবনা ছিল। কিন্তু সফরকারীরা খেলতে চাইছে না। তারা শুধু আনুষ্ঠানিক ম্যাচগুলো খেলতে চাইছে।’
উল্লেখ্য, আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখবে ইংল্যান্ড দল। মার্চের ১, ৩ ও ৬ তারিখে ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচই মিরপুরে অনুষ্ঠিত হবে। এরপর ৯, ১২ ও ১৪ তারিখে টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রথম টি-টোয়েন্টি চট্টগ্রামে ও শেষ দুটি মিরপুরে অনুষ্ঠিত।
(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এমএম)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

শেখ কামাল বাংলাদেশের আধুনিক ফুটবলের স্থপতি: প্রধানমন্ত্রী

বাংলাদেশের কাবাডি এখন দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্ব পরিমণ্ডলে: আইজিপি

চাইনিজ তাইপেকে হারিয়ে কাবাডিতে হ্যাটট্রিক শিরোপা বাংলাদেশের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-আয়ারল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে

বৃষ্টি বাগড়ায় খেলা শুরু হতে দেরি

রেকর্ডগড়া সেঞ্চুরির দিনে সাত হাজারি ক্লাবে মুশফিক

৬০ বলে মুশফিকের সেঞ্চুরি, রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

মুশফিকের ঝড়ো ফিফটি, তিন ছাড়াল টাইগাররা

১০ বলের ব্যবধানে সাজঘরে সাকিব-শান্ত
