দ্বিতীয় ইনিংস শুরু করতে রাতে ঢাকায় আসছেন হাথুরু

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩৬

রাসেল ডোমিঙ্গোর পর নতুন কোচ খুঁজতে উঠে এসেছিলো নানা নাম। অতপর জল্পনা-কল্পনা শেষে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে। দ্বিতীয়বারের মতো বাংলাদেশ জাতীয় দলের হেড কোচের দায়িত্ব গ্রহণ করতে আজ(সোমবার) রাতেই ঢাকায় আসছেন এই লঙ্কান কোচ।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে সোমবার বাংলাদেশ সময় রাত পৌনে ১১টা নাগাদ ঢাকায় পৌঁছার কথা রয়েছে হাথুরুসিংহেকে বহনকারী বিমানটি। আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব নেবেন তিনি।

হাথুরুসিংহের দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে কিছুই বলতে রাজি হননি টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। এদিকে টাইগার পেসার তাসকিন আহমেদ নতুন বসকে নিয়ে বেশ উচ্ছ্বসিত। আর বাংলাদেশের স্পিন কোচ রঙ্গানা হেরাথ বেশ আশাবাদী হাথুরুকে নিয়ে।

উল্লেখ্য, ২০১৪ সালে বাংলাদেশের দায়িত্বে এসেছিলেন চন্ডিকা হাথুরুসিংহ। ২০১৭ সালে চুক্তির মাঝপথে দক্ষিণ আফ্রিকা সফর থেকেই বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব ছেড়ে চলে গিয়েছিলেন তিনি।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :