স্বাধীনতার ইতিহাস থেকে শহীদ জিয়ার নাম মুছে ফেলার ষড়যন্ত্র হচ্ছে: রেদোয়ান আহমদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ মার্চ ২০২৩, ১২:৪৭

স্বাধীনতার ইতিহাস থেকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মুছে ফেলার ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমদ।

তিনি বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আজ স্বাধীনতার ইতিহাস থেকে তার নাম মুছে ফেলতে সরকার নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। অন‍্যদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার ব্যবস্থা না করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।’

সোমবার (২৭ মার্চ) সকালে এলডিপি আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এলডিপি মহাসচিব বলেন, ‘১৯৭১ সাল পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচার, নিপীড়ন, গণহত্যায় মানুষ যখন দিশেহারা ঠিক তখন পাকিস্তান সেনাবাহিনীর ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি অফিসার মেজর জিয়াউর রহমান বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে দেশের মানুষকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণে উজ্জীবিত করেন এবং নিজে অস্ত্র হাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন।’

দেশের বর্তমান পেক্ষাপটের কথা উল্লেখ করে রেদোয়ান আহমদ বলেন, ‘এই অবস্থা চলতে দেওয়া যাবে না। এই স্বৈরাচারের কবল থেকে মুক্ত হতে আন্দোলন-সংগ্রামের বিকল্প নাই। সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে। সবাই মাঠে নামলে অচিরেই এই অবৈধ সরকারের পতন হবে ইনশাআল্লাহ। দেশে গণতন্ত্র, আইনের শাসন, ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। মহান স্বাধীনতা দিবসের এটাই হোক শপথ।’

এলডিপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাহাদাত হোসেন মানিকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে দলের প্রেসিডিয়াম সদস্য এড.এসএম মোরশেদ, ভাইস-প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, প্রচার সম্পাদক এড নিলু, ঢাকা মহানগর উত্তর এলডিপির সাধারন সম্পাদক অবাক হোসেন রনি, পূর্বের সাধারণ সম্পাদক অসিম ঘোষ, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, আইনজীবী ফোরামের সভাপতি নূরুল আলম, সাংস্কৃতিক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ, কৃষকদলের সভাপতি এবিএম সেলিমসহ প্রমূখ বক্তব্য দেন।

(ঢাকাটাইমস/২৭মার্চ/জেবি/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :