রামপুরায় অবরোধ ছেড়ে দিলো রিকশাচালকরা, যানচলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ মে ২০২৪, ১১:২৯| আপডেট : ২০ মে ২০২৪, ১২:১৮
অ- অ+

রাজধানীতে অটোরিকশা চালানোর দাবিতে সোমবার সকালে রামপুরায় সড়ক অবরোধ করে অটোরিকশাচালকরা। ৪৫ মিনিট পর সড়ক ছেড়ে দেন তারা। এরপর যানচলাচল স্বাভাবিক হয়।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান জানান, সকালে অটোরিকশা চালানোর দাবিতে চালকরা রাস্তায় নামেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সকাল সাড়ে ১০টার দিকে অটোরিকশাচালকরা রাস্তা ছেড়ে দেন।

খোঁজ নিয়ে জানা গেছে, অটোরিকশা চালানোর দাবিতে রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে অটোরিকশাচালকরা। এতে দুই পাশের সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজটের সৃষ্টি হয়।

এদিকে অটোরিকশা চালানোর দাবিতে রবিবার রাজধানীর মিরপুর-১০ ও কালশীতে দিনভর সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ করে অটোরিকশাচালকরা।

(ঢাকাটাইমস/২০মে/এসএস/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইবিতে অনশন কুয়েটের শিক্ষার্থীদের দাবির সমর্থনে
কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুলে দিল হল
প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
র‌্যাবের নতুন মুখপাত্র উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা