ঈদযাত্রা নিরাপদ করতে ১১ দিন বন্ধ থাকবে বালুবাহী বাল্কহেড

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১৩:৩৭ | প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২৩, ১৩:১১

ঈদুল ফিতরের বাকি আর মাত্র কদিন। আসন্ন ঈদের আগে বাড়িমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে নৌপথে ১১ দিন বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। আগামী ১৭ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছেন নৌপুলিশের অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম।

রবিবার (০৯ এপ্রিল) ঢাকার গুলশানে নৌপুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে তিনি ঈদ উপলক্ষে নৌপথে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে কথা বলেন।

শফিকুল ইসলাম জানান, ১৭ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ১১ দিন বালুবাহী বাল্কহেড চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এছাড়া লঞ্চ চলাচলের সময় মাছ ধরার জাল যাতে ছড়ানো না থাকে সেই ব্যবস্থা নেওয়া হবে।

নৌপুলিশের অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম বলেন, ‘ঈদের সময় লঞ্চ চলাচল ও মালামাল আনা নেওয়া বেড়ে যায়৷ তাই খেয়া নৌকা দিয়ে সাবধানতার সঙ্গে পারাপার করতে হবে। কোনো দুর্ঘটনা না ঘটে সে জন্য ব্যবস্থা নিতে হবে।’

‘ঈদযাত্রার শেষ সময়ে গার্মেন্টসগুলোতে ছুটি হওয়ার কারণে লঞ্চে চাপ বাড়ে। বিশেষ করে চাঁদপুর, বরিশালসহ ওই অঞ্চলের যাত্রীর চাপ পড়ে। তাই বড় ধরনের দুর্ঘটনা এড়াতে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করা থেকে বিরত থাকতে হবে।’

(ঢাকাটাইমস/০৯এপ্রিল/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

১৫৭ উপজেলায় দুই লক্ষ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

মধ্যরাত থেকে সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা

উপজেলা নির্বাচন: মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী, কার কী দায়িত্ব

ভারতে গিয়ে নিখোঁজ এমপি আনোয়ারুল, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন ‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’

এসএমসি প্লাস ও রিচার্জের সব ড্রিংকস বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

সমন্বয় সভায় কর্মকর্তাদের বিশেষ দিক-নির্দেশনা পররাষ্ট্রমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিয়ানমারের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

উপজেলা নির্বাচন: প্রথম ধাপের চেয়েও দ্বিতীয় ধাপে ভোট সুষ্ঠু হবে

‘স্বাস্থ্যসেবায় দরিদ্র জনসংখ্যার চাহিদা পূরণে সরকারের বরাদ্দ অপর্যাপ্ত’

মঙ্গলবার ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :