ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় বাবর আলীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০২৪, ০৯:৫৮| আপডেট : ১৯ মে ২০২৪, ১২:৩৪
অ- অ+

ষষ্ঠ বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলেন বাবর আলী।

রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় (বাংলাদেশ সময় ৮টা ৪৫ মিনিট) এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি।

রবিবার সকাল ৮টা ৫৪ মিনিটে বাবরের সংগঠন ‘ভার্টিকাল ড্রিমার্স’ ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে।

ফেসবুক পোস্টে বলা হয়, “অবশেষে!! পৃথিবীর শীর্ষ এভারেস্ট ছুঁয়েছি আমরা!!! ১১ বছর প্রতীক্ষার পর আজ তৃতীয় মেরুতে উড়েছে লাল-সবুজ!! ঠিক শুনছেন। আমাদের স্বপ্ন সারথি বাবর আলী আজ স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে (বাংলাদেশের সময় ৮টা ৪৫) আকাশ ছুঁয়েছে।”

এতে আরও বলা হয়, “সৃষ্টিকর্তার কৃপায় এবং লাখো শুভাকাঙ্ক্ষীর দোয়ায় প্রকৃতি মাতা বাবরকে ক্ষণিকের জন্য স্থান দিয়েছেন নিজের চূড়ায়। খানিক আগে বেসক্যাম্প ম্যানেজার এবং আউটফিট মালিক আমাদের এই তথ্য নিশ্চিত করেছেন। এখন বাবর আছে ক্যাম্প-৪ এ নামার পথে। ওই ডেথ জোনে যোগাযোগ সম্ভব নয়। তাই অভিযানের ছবি পেতে সময় লাগবে।”

ভার্টিকাল ড্রিমার্স জানিয়েছে, লক্ষ্য শুধু এভারেস্ট নয়, লোৎসেও।

গত ১ এপ্রিল পর্বতের ১৫ হাজার ৫০০ ফুট ওপরে চূড়াটি জয়ের জন্য রওনা দিয়েছিলেন বাবর আলী।

(ঢাকাটাইমস/১৯মে/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Reimagining Management Education: The Role of Quantum Mechanics as a Metaphorical Lens for Complex Leadership
চরফ্যাশনে ১৪ কোটি টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ
রক্তাস্বল্পতা দূর করে প্রাকৃতিক মহৌষধ ভেষজ আমড়া, ক্যানসার প্রতিরোধও সিদ্ধহস্ত
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪১ জন ফিলিস্তিনি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা