মিরপুরে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০২৪, ১২:৫০| আপডেট : ১৯ মে ২০২৪, ১৪:১৫
অ- অ+

রাজধানীর মিরপুর-১০ ও পল্লবী এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকরা রাস্তায় নেমে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন।

তাদের দাবি, এই বাহনটি সড়কে চালানোর অনুমতি দিতে হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ডিউটি অফিসার এসআই মোস্তাক আহমেদ।

তিনি জানান, মিরপুর এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকরা রাস্তা অবরোধ করেছেন। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এখনো তারা রাস্তা ছাড়েননি।

খোঁজ নিয়ে জানা গেছে, মিরপুর-১০ গোল চত্বরে শত শত ব্যাটারিচালিত রিকশাচালক অবস্থান নিয়েছেন। তাদেরকে শান্ত করার জন্য সেখানে থানা পুলিশ সদস্যরা আছেন। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, কিন্তু চালকরা দাবি না আদায় পর্যন্ত কিছু মানবেন না বলে জানিয়েছেন।

অন্যদিকে পল্লবী এলাকার পূরবী সিনেমা হলের সামনে সকালে চালকরা রাস্তায় নেমেছিলেন। পরে তারা সেখানে ভাঙচুর চালান। সেখান থেকে মিরপুর-১০ এলাকায় এসে জড়ো হন তারা।

খোঁজ নিয়ে আরও জানা গেছে, সকাল ৯টায় ব্যাটারিচালিত রিকশার চালকরা সেই এলাকায় নেমেছেন। তাদের কারণে কোনো যানবাহন চলাচল করতে পারছে না সড়কে। এতে দুর্ভোগে পড়েন শত শত মানুষ। প্রায় তিন ঘণ্টা ধরে ওই এলাকায় কোনো যানবাহন চলছে না। মিরপুর-১০ থেকে ১১, ২, ১৩ ও শেওড়াপাড়া রোডে কোনো যানবাহন চলতে দিচ্ছেন না তারা।

ব্যাটারিচালিত রিকশার চালকরা একযোগে মিরপুর পল্লবী আগারগাঁও তালতলা কালশি মিরপুর-১৩ এলাকায় নেমে আন্দোলন করছেন বলে জানা গেছে।

তারা সকাল থেকেই বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে মিছিল এবং মোড়ে মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন করছেন।

বেলা ২টা পর্যন্ত রিকশা চালকরা সড়ক ছাড়েনি। মিরপুর থানা পুলিশ জানিয়েছে, তাদেরকে এখনো সড়ক থেকে তুলে দেওয়া যায়নি। চেষ্টা চলছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রিকশাচালকের সংখ্যা সেখানে বেড়েছে।

(ঢাকাটাইমস/১৯মে/এসএস/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা
শহীদ জিয়া’র মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
ভালুকায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সুরতহাল, ময়নাতদন্ত ছাড়াই গোপালগঞ্জে সহিংসতায় নিহতদের দাফন-সৎকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা