শান্তর সেঞ্চুরি ও হৃদয়ের ফিফটিতে বাংলাদেশের জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ১৩ মে ২০২৩, ০১:৫৫ | প্রকাশিত : ১৩ মে ২০২৩, ০১:৩৮

চেমসফোর্ডে হাই-স্কোরিং ম্যাচে যেন কোনো চাপই নিল না সফররত বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি ও তাওহীদ হৃদয়ের ফিফটিতে ৩ উইকেটের জয় পেল টাইগাররা। ম্যাচের শুরুতে নেমে ৪৫ ওভারে ৬ উইকেটে ৩১৯ রান তুলে স্বাগতিকরা। জবাবে ৩ বল ও ৩ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাত্র ৭ রান করে আউট হন দলনেতা ও ওপেনার তামিম ইকবাল। আরেক ওপেনার লিটন দাস করেন ২১ রান। খুব একটা সুবিধা করতে পারেননি দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। আউট হওয়ার আগে করেন ২৬ রান।

এদিকে চতুর্থ উইকেট জুটিতে তাওহীদ হৃদয়কে নিয়ে আপনতালে খেলে যান নাজমুল হোসেন শান্ত। এ সময় দুজন মিলে তুলেন ১৩১ রান। তাতেই জয়ের ভিত পেয়ে যায় টাইগাররা। ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ওয়ানডেতে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন শান্ত। আউট হন ১১৭ রানে। মাত্র ৯৩ বলে খেলা তার এই ইনিংসটি ১২টি চার ও তিনটি ছয়ে সাজানো।

এদিকে ফিফটি পূরণের পর ৬৮ রানে থেমেছেন তাওহীদ হৃদয়। ৫৮ বলে খেলা তার ইনিংসটি পাঁচটি চারও তিনটি ছয়ে সাজানো। এদিকে ব্যাট হাতে মিরাজ ১৯ ও তাইজুল ৯ রান করেন। এদিকে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন মুশফিক। তিনি অপরাজিত থাকনে ৩৬ রানে। আর ৪ রানে মাঠ ছাড়েন শরিফুল।

এর আগে চেমসফোর্ডে বৃষ্টির কারণে টস অনুষ্ঠিত হতে প্রায় দেড় ঘণ্টার মতো দেরি হয়। এরপর বৃষ্টি কমলে ৪৫ ওভারে খেলা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত আসে। আর খেলা শুরু হয় নির্ধারিত সময়ের প্রায় সোয়া দুই ঘণ্টা পরে।

ম্যাচের শুরুতে টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। টস হেরে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের করা প্রথম ওভারেই ব্যক্তিগত শূন্যরানে সাজঘরে ফেরেন আইরিশ ওপেনার পল স্টার্লিং। আরেক ওপেনার স্টেফেন ডোহেনি করেন ১২ রান।

তবে তৃতীয় উইকেট জুটিতে দলনেতা অ্যান্ডি বালবির্নিকে নিয়ে সামলে নেন হ্যারি টেক্টর। এ সময় দুজন মিলে গড়েন ৯৮ রানের জুটি। ফিফটির পথে ছিলেন বালবির্নি। কিন্তু শরিফুলের বলে ব্যক্তিগত ৪২ রানে ফিরেছেন তিনি। এছাড়া ১৬ রানে টাকার ও ৮ রানে ক্যাম্ফের আউট হন।

এদিকে ষষ্ঠ উইকেট জুটিতে এবার জর্জ ডকরেলকে নিয়ে বাংলাদেশি বোলারদের শাসন করে যান টেক্টর। দুজন মিলে মাত্র ৬৮ বলে গড়েন ১১৫ রানের জুটি। তাতেই বিশাল সংগ্রহ পেয়ে যায় আইরিশরা। ব্যক্তিগত শতক তুলে নেন টেক্টর। আউট হন ১৪০ রানে। মাত্র ১১৩ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি সাতটি চার ও দশটি ছয়ে সাজানো।

এদিকে অর্ধশতক পূরণের পর ৭৪ রানে অপরাজিত থাকেন জর্জ ডকরেল। মাত্র ৩৭ বলে খেলা তার ইনিংসটি তিনটি চার ও চারটি ছয়ে সাজানো। আর ৮ বলে ২০ রানে অপরাজিত থাকেন মার্ক আডায়ার।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন তাইজুল ইসলাম ও ইবাদত হোসেন।

(ঢাকাটাইমস/১৩মে/এমএম

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বাংলাদেশে আবারো শুরু হচ্ছে বার্সা একাডেমির ট্রেনিং ক্যাম্প

বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ!

বিশ্বকাপে কোনো প্রস্তুতি ম্যাচ খেলা হচ্ছে না নিউজিল্যান্ডের

কবে উন্মোচন করা হবে টাইগারদের বিশ্বকাপ জার্সি?

বিশ্বকাপের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

বাংলাদেশের বিশ্বকাপ দলকে নিয়ে যে বার্তা দিলেন মাশরাফি

অবসরের ঘোষণা দিলেন ভারতীয় কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী

বিশ্বকাপ খেলতে মধ্যরাতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল

তাসকিনের বিশ্বকাপ খেলা নিয়ে বড় সুখবর দিলেন শান্ত

সাইফউদ্দিনের বদলে সাকিবকে দলে নেওয়ার নতুন ব্যাখ্যা দিলেন হাথুরু-শান্ত

এই বিভাগের সব খবর

শিরোনাম :