বিকালে শান্ত-সাকিবদের সঙ্গে সাক্ষাৎ করবেন ডোনাল্ড লু

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ মে ২০২৪, ১৪:৪১
অ- অ+

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তিন দিনের সফরে বর্তমানে বাংলাদেশে রয়েছে। আর এরই মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে খেলতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ দল। তার আগে বিকালে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে দেখা করবেন লু।

বসুন্ধরা কিংস অ্যারেনায় বুধবার (১৫ মে) বিকাল ৪টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করবেন ডোনাল্ড লু। ডোনাল্ড লু'য়ের সঙ্গে পিটার হাসও বাংলাদেশ দলের সঙ্গে সাক্ষাৎ করবেন। বাকি ক্রিকেটারদের পাশাপাশি এই সাক্ষাৎকারে উপস্থিত থাকবেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানও।

এদিকে রাতেই দেশ ছাড়বে বাংলাদেশ দল। মঙ্গলবার (১৪ মে) টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক এবং তাসকিন আহমেদকে সহ-অধিনায়ক করে দল ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

বিশ্বকাপের আগে প্রথমে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শান্তর দল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ আগামী ২১ মে। এরপর সিরিজের বাকি দুই ম্যাচ ২৩ ও ২৫ মে। সিরিজের সবগুলো ম্যাচই রাখা হয়েছে হিউস্টনের প্রেইরি ভিউতে।

এদিকে বিশ্বকাপের 'ডি' গ্রুপে পড়েছে বাংলাদেশ। তাদের গ্রুপে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মতো দল রয়েছে। ৮ জুন নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

(ঢাকাটাইমস/১৫মে/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা