আত্রাইয়ে ভটভটি উল্টে চালক নিহত, আহত ৩

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জুন ২০২৩, ১১:৫১| আপডেট : ১০ জুন ২০২৩, ১২:৩২
অ- অ+

নওগাঁর আত্রাইয়ে ভ্যানগাড়িকে সাইড দিতে গিয়ে ভটভটি উল্টে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

শনিবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে নওগাঁ-নাটোর মহাসড়কের আত্রাই উপজেলার বিহারীপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গাড়ির চালক মাহাবুব (১৮) উপজেলার সোনাডাঙ্গা গ্রামের রুস্তম আলীর ছেলে।

আহতরা হলেন- উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের সখিমুদ্দিনের ছেলে রহিদুল( ৪৫), সদুপুর গ্রামের মৃত আদেশ আলীর ছেলে মোফাজ্জল (৫০) এবং দিঘা গ্রামের এমদাদুল হকের ছেলে রাসেল (২০)।

প্রত্যক্ষদর্শী আমানুল্লা ফারুক বাচ্চু জানান, গাড়িটি মালামাল নিয়ে কাশিয়াবাড়ী হাটের উদ্দেশ্যে যাচ্ছিল। নওগাঁ-নাটোর মহাসড়কের আত্রাই উপজেলার বিহারীপুর নামক স্থানে চার মাথার মোড়ে অপর দুই দিক থেকে ভ্যানগাড়ি আসায় তাদের সাইড দিতে গিয়ে অতিরিক্ত বাঁক হওয়ায় ভটভটি গাড়ি উল্টে যায়। এতে ঘটনাস্থলে গাড়ির চালক মাহাবুব মারা যায় এবং ৩ জন আহত হয়।

আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার বুসরা জানান, মাহাবুবকে মৃত অবস্থায় পেয়েছি। আহত তিনজনের মধ্যে রাসেল ও মোফাজ্জল চিকিৎসাধীন রয়েছেন। রহিদুলের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন: বরিশালে জামায়াতের পাঁচ নেতা আটক

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি দুঃখজনক। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/১০জুন/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা
প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে অনুমতি লাগবে স্বাস্থ্য অধিদপ্তরের
বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুনের সূত্রপাত নিয়ে যা জানা গেল 
শিগগিরই বাংলাদেশ সফর করতে পারেন জর্জিয়া মেলোনি: ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা