নিশিরাতের ভোট চোরদের জন্য মার্কিন ভিসানীতি: নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৭ জুন ২০২৩, ১৬:৫৬ | প্রকাশিত : ১৭ জুন ২০২৩, ১৬:৩৭

‘মার্কিন তাদের জন্য ভিসানীতি দিয়েছে যারা সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টি করবে, এটাতো তাদের (আওয়ামী লীগ) জন্যে, যারা নিশিরাতে ভোট চুরি করে আজ ক্ষমতায় আছে।’ –এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে শহীদ শাহ মাঈনুল আহসান চৌধুরী পিংকুর ৪৩তম স্মরণ সভায় নজরুল ইসলাম খান এসব বলেন। স্মরণ সভার আয়োজন করে শহীদ পিংকু স্মৃতি সংসদ, রাজশাহী।

নজরুল ইসলাম খান বলেন, ‘কিছু দিন আগেই আওয়ামী লীগ বলেছে বহির্বিশ্বের কেউ তত্ত্বাবধায়ক সরকারের দাবি করেনি, অথচ ইউরোপীয় ইউনিয়ন সরাসরি তত্ত্বাবধায়ক সরকার দাবি করেছে, এখন কেন আওয়ামী লীগ নেতারা চুপসে গেছেন?’

নজরুল ইসলাম খান বলেন, ‘এই দেশ ও দেশের জনগণ আওয়ামী লীগের কাছে কখনই নিরাপদ ছিল না। এরা গণতন্ত্রে বিশ্বাসী নয়, বাকশালে বিশ্বাসী। এরা একনায়কতন্ত্রে বিশ্বাসী। আর এরা একবার ক্ষমতায় এলেই ক্ষমতাকে চিরস্থায়ী করার বন্দোবস্ত করে। কিন্তু জনতার প্রতিরোধের মুখে সফল হতে পারে না আওয়ামী লীগ। সরকার যতই টালবাহানা করুক, ক্ষমতা তাদের ছাড়তেই হবে।’

স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

(ঢাকাটাইমস/১৭জুন/জেবি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

আইনের শাসন থাকলে খালেদা জিয়া কারাগারে থাকতেন না: মির্জা ফখরুল

গণতন্ত্র ও দেশনেত্রী মুক্ত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না: টুকু

কারামুক্ত হলেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু 

নিজেদের লোকেরাও এই সরকারের ওপর আস্থা রাখতে পারছে না: গণতন্ত্র মঞ্চ

নিপীড়িত মানুষের যুদ্ধে দেশের জনগণ একদিন জয়লাভ করবেই: আলাল

দুই ভাই চিহ্নিত সন্ত্রাসী তবুও আজিজকে আর্মির চিফ করা হয়েছিল: মির্জা ফখরুল

জুন থেকে বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা শুরু করবে শ্রমিক দল 

গণতন্ত্র এখন গোরস্থানে, কথা বলার স্বাধীনতা শ্মশানে: রিজভী

বীর মুক্তিযোদ্ধা কামাল হায়দারের ইন্তেকাল

বৈধতাবিহীন সরকারের বাজেট জনকল্যাণকর হতে পারে না: এবি পার্টি

এই বিভাগের সব খবর

শিরোনাম :