এবার নৌকা মার্কায় এমপি নির্বাচন করতে চান হিরো আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫৪ | প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৪৪

তিন দফায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমে সিংহ প্রতীকে এবং পরের দুইবার একতারা প্রতীকে সংসদ নির্বাচনে লড়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। এবার আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় নির্বাচনে অংশ নিতে চান তিনি।

বুধবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হিরো আলম এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘এমপি হতে এবার আমি দল থেকে নির্বাচন করব। কোন দল থেকে নির্বাচন করব সেটা আগে আমি বলিনি। আমার অনেক দিনের সংগ্রাম-লড়াই ছিল জনগণের জন্য। এবার আমি এমপি নির্বাচন করব। মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন হিরো আলমকে নৌকা দেবেন, তাহলে অবশ্যই আমি ভোটে দাঁড়াব।’

কোন আসন থেকে মনোনয়ন চান জানতে চাইলে হিরো আলম বলেন, ‘বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করব। আওয়ামী লীগ যদি বলে দল থেকে নির্বাচন করতে করব। বিএনপিও যদি দল থেকে বলে নির্বাচন করো, আমি করব। তবে মাননীয় প্রধানমন্ত্রী যদি নৌকা দেন, অবশ্যই আমি নৌকা নিয়ে নির্বাচন করতে চাই।’

আপনি কেন নৌকার মনোনয়ন চান প্রশ্নে হিরো আলম বলেন, ‘আমি চাইবো কেন? মাননীয় প্রধানমন্ত্রী যদি নৌকা দেন, আমি অবশ্যই নির্বাচন করব।’

এদিন সকালে হত্যার হুমকির অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে যান হিরো আলম। এসময় তিনি ডিবিপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সেখানে দুপুরের খাবার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এর আগে তিন বার জাতীয় নির্বাচনে অংশ নেন হিরো আলম। প্রথমবার ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে। পরের দুইবার যথাক্রমে বগুড়া ও ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে। কিন্তু তিনবারই হিরো আলম হেরেছেন।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/এসএস/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :