নাঙ্গলকোটে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

কুমিল্লার নাঙ্গলকোট থেকে নুরুন্নবী (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে নাঙ্গলকোট-হাসানপুর রেলস্টেশনের মধ্যবর্তী খান্নাপাড়া মাজার সংলগ্ন স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।
খবর পেয়ে নিহতের স্বজনরা লাশটি শনাক্ত করেছেন বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। তাদের দাবি, নুরুন্নবীকে হত্যা করা হয়েছে।
নিহত নুরুন্নবী নাঙ্গলকোট পৌর সদরের ৮নং ওয়ার্ড খান্নাপাড়া গ্রামের মৃত তিতা মিয়ার ছেলে। তার দুই স্ত্রী ও দুই শিশু সন্তান রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।
নিহতের ভাই আনিসুল হক বলেন, ‘বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফোন আসলে নুরুন্নবী বাড়ি থেকে বের হয়। এরপর আর ফিরে আসেনি। শুক্রবার সকালে রেললাইনের পাশে তার রক্তাক্ত লাশ পাওয়া যায়।’
নিহত নুরুন্নবীর দ্বিতীয় স্ত্রী তানিয়া আক্তার জানান, তার স্বামী গত কয়েক দিন আগে একটি মামলায় জেল খেটে এসেছেন। দুই দিন আগে প্রতিপক্ষের সঙ্গে কথা কাটাকাটি হয়।
তানিয়ার দাবি, তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দাবি করেছেন।
লাকসাম রেলওয়ে থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম বলেন, ‘ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা নাকি রেল দুর্ঘটনা।’
(ঢাকা টাইমস/১০নভেম্বর/পিএস/এজে)

মন্তব্য করুন