ঢাবিতে শুরু আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, অংশ নিচ্ছে ২৪ বিশ্ববিদ্যালয়

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১৫:০০ | প্রকাশিত : ১৫ ডিসেম্বর ২০২৩, ১৪:৪৫

‘আমিও জিততে চাই’ স্লোগানকে ধারণ করে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’র উদ্যোগে শুরু হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা।

শুক্রবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে শুরু হয় ৮-দিনব্যাপী ‘আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৩’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতা উদ্বোধন করেন।

ডিইউডিএস’র সভাপতি মো. মাহবুবুর রহমান মাসুমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ডিইউডিএস’র চিফ মডারেটর অধ্যাপক ড. মাহবুবা নাসরীন এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’র স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ প্রোগ্রামের চিফ অব পার্টি মিস, ডানা এল ওল্ডস বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালন করেন ডিইউডিএস-এর সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘একজন বিতার্কিক যুক্তি-তর্ক, পাল্টা যুক্তি এবং দার্শনিক তত্ত্ব ধারন করে যে কোন বিষয় বিশ্লেষণ করে থাকেন। একারণেই একজন বিতার্কিক পরিবার, সমাজ ও রাষ্ট্রের কাছে অনেক বেশি গ্রহণযোগ্যতা অর্জন করেন।’

উন্নত, সমৃদ্ধ, মানবিক ও সভ্য সমাজ বিনির্মাণে বিতর্ক চর্চার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক চর্চার কার্যক্রম আরও বৃদ্ধি করতে হবে। নিয়মিত বিতর্ক চর্চায় সম্পৃক্ত থাকার মাধ্যমে সুনাগরিক ও যুক্তিবাদী মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলে দেশের উন্নয়নে কাজ করার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।’

উল্লেখ্য, ৮-দিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতায় ২৪টি বিশ্ববিদ্যালয়ের বিতর্কদল অংশ নিচ্ছে।

(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/এসকে/জেডএম)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :