শেষ হলো ঢাবি অধিভুক্ত ৭ কলেজের প্রথমদিনের ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ মে ২০২৪, ১২:৪২
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথমদিনের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। এদিন পরীক্ষায় বসেন কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তিচ্ছুরা। পরীক্ষা শুরু হয় বেলা ১১টায়। শেষ হয় দুপুর ১২টায়।

এ বছর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ৯ হাজার ৯৭৯টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ে ২৩ হাজার ৭৮৯টি। সে হিসাবে প্রতি আসনের জন্য লড়েছেন দুজন ভর্তিচ্ছু।

ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০। অর্থাৎ, ৪০ এর কম পেলে তিনি ভর্তির জন্য অযোগ্য বিবেচিত হবেন। এ পরীক্ষায় ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না।

গণমাধ্যমকে এব তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির চেয়ারম্যান অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘এ বছর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হলো সাত কলেজের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি কার্যক্রম।’

(ঢাকাটাইমস/১০মে/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে জলাতঙ্কের টিকা সংকট চরমে
বাজারে ফলের দাম চড়া , সিন্ডিকেটকে দুষছেন বিক্রেতারা
জবি শিক্ষার্থীদের সনদ পেতে দপ্তরে-দপ্তরে ধরনা, অটোমেশনের দাবি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা