তীব্র যন্ত্রণাদায়ক বিষফোড়া থেকে মুক্তির ঘরোয়া উপায় জানুন

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০২৩, ১৯:০৪| আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ১৯:২১
অ- অ+

বিষফোড়া! তীব্র বেদনাসহ স্টাফালোলোকোক্কাস ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত একটি সাংঘাতিক ধরনের ফোড়া। এই ফোঁড়ার অনেক ছোট ছোট মুখ থাকে। যাকে বলে কার্বাঙ্কল। বিষফোঁড়া সাধারণত কোমর, ঘাড়ে, পিঠ, কনুই এবং কানে বেশি দেখা যায়।

তবে বিষাক্ত এই ফোড়া পশ্চাৎদেশেও হয় মাঝেমধ্যে। তখন এটি আরও বেশি যন্ত্রণাদায়ক হয়ে দাঁড়ায়। পেছনে বিষফোড়া হলে আর দেখে কে! সারাদিনের কাজ করতে গেলেও মন বড্ড খচখচ করে। কোথায় বসতে গেলে ব্যথায় যেন জ্বলতে থাকে পশ্চাৎদেশ।

দেহের বিভিন্ন জায়গায় তীব্র ব্যথাদায়ক এই বিষফোড়া কমবেশি অনেকেরই হয়ে থাকে। এই ফোড়া হলে যে কী যন্ত্রণা হয়, সেটা যার হয়েছে আগে পরে, কেবল তিনিই জানেন। যতদিন ফোড়া থাকে, ততদিন যেন প্রাণ যায় যায় অবস্থা। ওই স্থানে ছোঁয়া লাগলেও প্রাণ ধরে মারে টান।

কিন্তু বিষফোড়া দেহের যেখানেই হোক, এই যন্ত্রণা থেকে রেহাই পাওয়ার কি কোনো উপায় নেই। অবশ্যই আছে। এই প্রতিবেদন তা নিয়েই। আসলে না জানার কারণে যেকোনো রোগেই আমাদের ভোগান্তি বাড়ে। তাই আর দেরি না করে বিষফোড়া থেকে মুক্তির সহজ ঘরোয়া উপায় জেনে নিন।

কী সেই ঘরোয়া উপায়

অনেক সময় জীবাণুর কারণে দেহের যেকোনো জায়গায় বিষফোড়া হতে পারে। তাই জীবাণুনাশক সাবান ব্যবহার করতে হবে। এতে আক্রান্ত স্থান পরিষ্কার থাকে।

এবার একটি পরিষ্কার কাপড় গরম পানিতে ভিজিয়ে নিতে হবে। ওই কাপড়টি হালকা চেপে ফোড়ার জায়গায় ধরতে হবে। তাপের জেরে ফোড়াটি গলে যেতে পারে।

ফোড়া গলে গেলে তা থেকে রক্ত বেরোতে পারে। এর জন্য প্রস্তুত থাকুন। ওই অংশে জমে থাকা রক্তটা বেরিয়ে যেতে দিন। এবার ফোড়ার চারপাশে অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগিয়ে নিন। এতে নতুন করে ফোড়া হওয়ার আশঙ্কা থাকবে না।

সাধারণত ৭ থেকে ১৪ দিনের মাথায় ফোড়া নিজেই গলে যায়। তবে নিজে থেকে হাত দিয়ে চেপে ফোড়া গলানোর চেষ্টা না করাই ভালো। এতে সংক্রমণ বাড়তে পারে। বরং গরম পানি ভেজা কাপড় দিয়ে গলালে সংক্রমণের আশঙ্কা কম থাকে। সঙ্গে তীব্র যন্ত্রণা আর ভোগান্তিও কমে।

(ঢাকাটাইমস/২৫ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় ইসরায়েলের হামলায় ২৬ ফিলিস্তিনি নিহত
গরমে দিনে কতটুকু পানি পান করলে শরীর সুস্থ থাকবে
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা