ইসলাম শিক্ষা বইয়ে সনাতন ধর্মের দেবীমূর্তির ছবি, সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র বলছে মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০২৪, ১৯:৩৫| আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১৯:৫৫
অ- অ+

নতুন শিক্ষাবর্ষে প্রাথমিক স্তুরের তৃতীয় শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ে সনাতন ধর্মের দেবীমূর্তির ছবি ছাপার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিল। এই ঘটনাকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র হিসেবে দেখছে সংগঠনটি।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিলের সভাপতি শহিদুল ইসলাম কবির।

তিনি বলেন, এনসিটিবি প্রকাশিত তৃতীয় শ্রেণির ইসলাম শিক্ষা বইয়ে সিলেবাসের বাইরে থাকা হিন্দু (সনাতন) ধর্মের শিক্ষার্থীদের দেবীমূর্তির ছবি আসলো কীভাবে? দেশের মানুষ সরকারসহ সংশ্লিষ্টদের কাছে তা জানতে চায়।

শহিদুল ইসলাম কবির বলেন, তৃতীয় শ্রেণির ইসলাম শিক্ষা বইয়ে দেবীমূর্তি ছবি প্রকাশের দৃষ্টতা কারা দেখিয়েছে? এই ঘটনায় এখন প্রশ্ন উঠেছে এনসিটিবি নিয়ন্ত্রণ করছে কারা। ‘এনসিটিবিতে রাষ্ট্রের নিয়ন্ত্রণ বলতে কিছু আছে? নাকি কোনো বিশেষ গোষ্ঠী গোপনে এনসিটিবি নিয়ন্ত্রণ করছে’ এমন প্রশ্ন তুলেছেন তিনি।

মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিলের এই নেতা বলেন, বাংলাদেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার হীন উদ্দেশ্যে এবং সংখ্যাগরিষ্ট মুসলমানদের ঈমানী চেতনা,ও ইসলামী শিক্ষা-সংস্কৃতি ধংস করতে বিশেষ মহলের ইঙ্গিতে এনসিটিবি এমন গর্হিত কাজ করছে।

তিনি আরও বলেন, তৃতীয় শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ে সনাতন ধর্মের দেবীমূর্তির ছবি নির্বিঘ্নে প্রকাশ করার সঙ্গে জড়িতদেরকে আগামী ৪৮ ঘন্টার ভিতরে খুঁজে বের করে কঠিন শাস্তির মুখোমুখি করতে হবে। অন্যথায় দেশের জনগণ কঠিন কর্মসূচি নিয়ে মাঠে নামতে বাধ্য হবে।

শহিদুল ইসলাম কবির বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) দায়িত্বপালনে উদাসীন হয়ে বিশেষ মহলের ইঙ্গিতে আগামী প্রজন্মকে ধ্বংসে যে কাজ করছে তাই এ ঘটনায় স্পষ্ট ফুটে উঠেছে।

(ঢাকাটাইমস/০৩জানুয়ারি/টিআই/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিজের ওপর চলা নির্যাতনের বর্ণনা দিয়ে বিচার চাইলেন রাশেদ খান
এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তার বদলি
হঠাৎ 'আত্মগোপনে' পালং মডেল থানার পরিদর্শক
ফাইল আটকে রাখায় মাউশির রাজশাহী কার্যালয়ে দুদকের অভিযান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা