বিএনপির আন্দোলনে সমর্থন আছে: ঢাকা টাইমসকে চরমোনাই পীর

অসহযোগ আন্দোলনসহ বিএনপির সকল যৌক্তিক আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মৌলিক সমর্থন রয়েছে বলে জানিয়েছেন দলটির আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা টাইমসকে এ কথা বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে ইসলামী আন্দোলনের আমীর রেজাউল করীম বলেন, ‘এক এক জনের এক একটা চিন্তা। আামদের লক্ষ্য হলো এই অবৈধ নির্বাচন প্রতিহত করা। জনগণকে সজাগ করা। সেখানে তারা (বিএনপি) তাদের নিয়মতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করছে। আমরা বলেছি, তাদের যৌক্তিক সমস্ত কর্মসূচির ব্যাপারে এবং তাদের সকল কার্যক্রমের প্রতি আমাদের মৌলিক সমর্থন রয়েছে। তাদের এই আন্দোলনের জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই।’
তিনি বলেন, জাতিকে সজাগ করার জন্য আমরা আমাদের নিয়ম অনুযায়ী কার্যক্রম পরিচালনা করছি, তারা (বিএনপি) তাদের নিয়ম অনুযায়ী করছে।
উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা নির্বাচন বর্জনের ডাক দিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে। সংসদ নির্বাচন বর্জনকারী এ দলটি ২০২৩ সালে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়েছিল।
বরিশাল সিটি করপোরেশনে ভোট গ্রহণের সময় গেল বছরের ১২ জুন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী সৈয়দ ফয়জুল করীমের ওপর হামলা হয়। এরপর থেকেই সরকারের সঙ্গে দলটির দূরত্ব তৈরি হয়।
এরপর গত ২৪ নভেম্বর চরমোনাই ময়দানে অনুষ্ঠিত বার্ষিক মাহফিলে সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই পীর দলীয় সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেন।
তিনি বলেন, ২০১৪ এবং ২০১৮ সালে আমরা দেখেছি দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়নি। তাই এই নির্বাচনও দলীয় সরকারের অধীনে সুষ্ঠু হবে না। আমদের দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।
(ঢাকাটাইমস/০৪জানুয়ারি/টিআই/আরআর)

মন্তব্য করুন