তাড়াশে ৫৮ ভোটকেন্দ্রে পৌঁছেছে ব্যালট পেপার

সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আজ। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসনের তাড়াশ উপজেলায় ৫৮ কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।
রবিবার ভোর রাত থেকে উপজেলার ৫৮টি কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হয়েছে।
তাড়াশ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, কেন্দ্রে কেন্দ্রে ভোর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যদিয়ে ব্যালট পেপার নিয়ে যাচ্ছেন প্রিজাইডিং কর্মকর্তারা।
উল্লেখ্য, তাড়াশ উপজেলা ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৫৬ হাজার ৫শত ৩৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৭৭ হাজার ৯শত ৯৮ জন, নারী ভোটার ৭৮ হাজার ৫৩৩ জন ও হিজরা ভোটার ৩ জন।
(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/ইএইচ)
মন্তব্য করুন