নওগাঁয় ভোট কিনতে গিয়ে আটক ৩ জনের কারাদণ্ড

​​​​​​​নওগাঁ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৪, ০৭:৪৭| আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৮:০৮
অ- অ+

নওগাঁর বদলগাছীতে স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের হয়ে ভোট কিনতে গিয়ে ৩ ব্যক্তি আটক হয়েছেন। পরে তাদের প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার রাত ৯টার দিকে উপজেলার চাকরাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন। বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃপ্তি কণা মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার ভগবানপুর গ্রামের ইয়াছিন আলীর ছেলে স্বাধীন হোসেন (৪৩), কাশিমালা গ্রামের মৃত মফিজ মন্ডলের ছেলে ফুলবর মন্ডল (৫৩), দীপগঞ্জ গ্রামের মকবুলের ছেলে মঞ্জু (৫৪) । এদের মধ্যে স্বাধীন হোসেন স্থানীয় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে নৈশপ্রহরী হিসেবে কাজ করেন।

বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃপ্তি কণা মন্ডল বলেন, টাকা দিয়ে ভোট কেনার সময় চাকরাইলে স্থানীয় জনগণ তিনজনকে আটক করে রাখে। পরে বিষয়টি আমাকে জানালে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসিল্যান্ডকে পাঠিয়েছিলাম। সেখানে যাওয়ার পর তাদের কাছে থাকা নগদ ৩৫ হাজার টাকা পাওয়া যায়।

এরপর নির্বাচনি আচরণবিধি ভঙ্গের দায়ে তাদের তিনজনকেই ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

(ঢাকা টাইমস/০৭ জানুয়ারি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক দিনে ইয়েমেন লেবানন সিরিয়া ও গাজায় আক্রমণ, ৫৪ ফিলিস্তিনি নিহত
আম গাছ পাকা নাকি কার্বাইডে পাকানো? চেনার সহজ উপায়
গরমে খান রসালো ফল লিচু, হার্টের স্বাস্থ্য ভালো থাকবে
আজ দেশে ফিরছেন খালেদা জিয়া, পথে পথে অভ্যর্থনা জানাবেন নেতাকর্মীরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা