সাড়ে ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে টানা সাড়ে ৭ ঘণ্টা বন্ধের পর ফেরি চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশার চাপ কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এর আগে বুধবার রাতে ঘন কুয়াশার কারণে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে সকাল ১০টার সময় থেকে ফেরি চলাচল আবার শুরু হয়। এ নৌরুটে বর্তমানে ১৮টি ফেরি চলাচল করছে।
অন্যদিকে বিআইডব্লিউটিএ লঞ্চ ঘাট কর্তৃপক্ষ জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ পথে বর্তমানে ১৬টি লঞ্চ চলাচল করছে।
(ঢাকা টাইমস/১১জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন