মুন্সীগঞ্জে দুই হাজার কেজি জাটকা জব্দ

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৪, ১২:৫৫| আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১৩:৩৬
অ- অ+

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা প্রশাসন ও কোস্টগার্ডের যৌথ অভিযানে দুই হাজার কেজি জাটকা জব্দ করা হয়েছে।

বুধবার দিবাগত রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার খানবাড়ি এলাকা থেকে ট্রাকভর্তি এসব জাটকা মাছ জব্দ করা হয়।

জব্দকৃত জাটকা মাছ ভোলা থেকে রাজধানী ঢাকায় পাচার করা হচ্ছিল বলে জানিয়েছে অভিযানকারী যৌথ টিম।

এ বিষয়ে লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাত থেকে মাওয়া অবস্থান নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। গভীর রাতে সন্দেহভাজন একটি ট্রাক আটক করে তল্লাশি চালালে বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়। এ ঘটনায় জাটকা বহনকারী ট্রাক জব্দ ও চালককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জব্দকৃত জাটকা উপজেলার স্থানীয় ২৫টি এতিমখানা ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।

যৌথ অভিযানে অংশগ্রহণ করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনসহ মাওয়া কোস্টগার্ডের টিম।

(ঢাকা টাইমস/১১জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব‍্যাংকার হয়ে আমি কীভাবে লেখালেখির সময় পাই?
বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের দাবি জানানোও যেন অপরাধ: তারেক রহমান
দেশে আসছেন জোবাইদা রহমান, নিরাপত্তা চেয়ে আবেদন
আ. লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ চলছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা