রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে ইউপি সদস্যের মৃত্যু 

রাজশাহী ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৪, ১৩:১৪| আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১৩:৩৪
অ- অ+

রাজশাহীর বাগমারা উপজেলায় ট্রেনে কাটা পড়ে আক্তারুজ্জামান গোলাপ নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় বীরকুৎসা রেলস্টেশনের পূর্বপাশে থাইপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আক্তারুজ্জামান গোলাপ বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি নাটোর বনগ্রামের আকছারুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় ইউপি সদস্য আক্তারুজ্জামান গোলাপ মোটরসাইকেলে বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে নাটোর যাচ্ছিলেন। এসময় বীর কুৎসা রেলস্টেশনের পূর্বপাশে থাইপাড়া নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকা টাইমস/১১জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব‍্যাংকার হয়ে আমি কীভাবে লেখালেখির সময় পাই?
বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের দাবি জানানোও যেন অপরাধ: তারেক রহমান
দেশে আসছেন জোবাইদা রহমান, নিরাপত্তা চেয়ে আবেদন
আ. লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ চলছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা