তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী পেল গাজীপুরবাসী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভায় গাজীপুর জেলায় এক মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে। এর মধ্যে গাজীপুর-১ (কালিয়াকৈর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হককে মন্ত্রী এবং গাজীপুর-৩ (শ্রীপুর) থেকে রুমানা আলী ও গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে সিমিন হোসেনকে (রিমি) প্রতিমন্ত্রী করা হয়েছে।
নতুন মন্ত্রিসভায় আ ক ম মোজাম্মেল হককে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, বঙ্গতাজকন্যা সিমিন হোসেন রিমিকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত রহমত আলীর কন্যা অধ্যাপক রুমানা আলী টুসিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে অন্যদের সঙ্গে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আ ক ম মোজাম্মেল হক গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। ১৯৭৬ সাল থেকে তিনি গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৪৬ সালের ১ অক্টোবর গাজীপুর সদর উপজেলার দাখিণ খান গ্রামে জন্মগ্রহণ করেন।
১৯৭৩ থেকে ১৯৮৬ পর্যন্ত গাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ১৯৮৯ থেকে ২০০৮ পর্যন্ত গাজীপুর পৌরসভার চেয়ারম্যান ও মেয়র পদে দায়িত্ব পালন করেন।
পরে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মত গাজীপুর-১ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে জয়ী হন।
মোজাম্মেল হক ২০১৪ সালের নির্বাচনেও জয়ী হন। ওই নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধে গুরুত্বপূ্র্ণ অবদান রাখা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নিযুক্ত করেন।
মোজাম্মেল হক ছাত্রাবস্থায় পূর্ব পাকিস্তান ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিরি সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।এছাড়া তৎকালীন গাজীপুর মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পদে ছিলেন।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি গাজীপুরের প্রতিরোধ যুদ্ধে অংশ নিয়ে সশস্ত্র প্রতিরোধ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯ মার্চ গাজীপুর থেকে সশস্ত্র সংগ্রামের নেতৃত্ব দেন।
এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর–১ আসন থেকে নির্বাচিত হয়েছেন আ ক ম মোজাম্মেল হক (নৌকা)। তিনি ১ লাখ ৯ হাজার ২১৮ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম (রাসেল) ট্রাক প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৭৮৮ ভোট। চতুর্থবারের মতো আসনটিতে জয় পেয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল।
গাজীপুর-৩ আসনে ১ লাখ ২৬ হাজার ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী রুমানা আলী (টুসি)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান সংসদ সদস্য ইকবাল হোসেন (সবুজ) পেয়েছেন ১ লাখ ১ হাজার ৬৭৪ ভোট।
গাজীপুর–৪ আসনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সিমিন হোসেন (রিমি)। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৮৯ হাজার ৭২৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকে সিমিনের ফুফাতো ভাই স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদ পেয়েছেন ৪৪ হাজার ৪৫ ভোট। আসনটিতে এ নিয়ে তিনবার জাতীয় নির্বাচনে জয় পেলেন সিমিন হোসেন রিমি।
(ঢাকাটাইমস/১১জানুয়ারি/এইচএম/এআর)
মন্তব্য করুন