তাপমাত্রা ৯ এর নিচে, শীতে কাঁপছে সারাদেশ

চুয়াডাঙ্গা ও পঞ্চগড় প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৪, ০৯:৫৪| আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১৩:১৮
অ- অ+

রাজধানীসহ শীতে কাঁপছে সারাদেশ। উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলা তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। কয়েকটি জেলায় বইছে শৈত্যপ্রবাহ, যার প্রভাব রাজধানীতেও অনুভূত হচ্ছে। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি দুর্ভোগে আছেন খেটে-খাওয়া ছিন্নমূল মানুষ।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে উত্তরের জেলা দিনাজপুরে, ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া ভোর ৬টায় পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও সকাল ৯টায় নওগাঁয় ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন জেলার আবহাওয়া কর্মকর্তারা।

শনিবার ভোর থেকে ঘন কুয়াশা পড়েছে পঞ্চগড়ে। প্রায় এক সপ্তাহ ধরে ঘন কুয়াশার কারণে দেখা মিলছে না সূর্য। গতকাল বিকালে সামান্য রোদ দেখা গেলেও ছিলো না রোদের উষ্ণতা। বিকাল থেকেই আবার হিমেল হাওয়া বইছে। উত্তর-পূর্ব বা উত্তর-পশ্চিম দিক থেকে যে বায়ু প্রবাহিত হওয়ার কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। সে অনুপাতে এ অঞ্চলে এখন শীতের তীব্রতা বেশি হচ্ছে।

দিনাজপুরের আবহাওয়া অধিদপ্তর বলছে, জেলায় সকালে যে তাপমাত্রা (৮ দশমিক ৮ ডিগ্রি) রেকর্ড করা হয়েছে এটি চলতি বছরে সর্বনিম্ন। জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। চলতি সপ্তাহে জেলায় স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা আছে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মো. রকিবুল হাসান বলেন, গত দিনের ব্যবধানে চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমতে শুরু করেছে। জেলায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আগামী ১৮ তারিখ পর্যন্ত ঘন কুয়াশার উপস্থিতি থাকতে পারে।

এ দিকে কিশোরগঞ্জ, পাবনা, চুয়াডাঙ্গা এবং দিনাজপুর শৈত্য প্রবাহ বইছে। এ অবস্থা আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তীব্র ঠান্ডায় রাজধানীসহ সারাদেশেই দেখা দিচ্ছে শীতজনিত নানা রোগ। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা।

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/জেডএম/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা