প্রস্তুত সচিবালয়, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অপেক্ষা

মেহেদী হাসান, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৪, ২১:২০| আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ২১:২৮
অ- অ+

দ্বাদশ সংসদ নির্বাচন শেষে গত ১১ জানুয়ারি শপথ নিয়েছে নতুন মন্ত্রিসভা। এরই মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে এবারের মন্ত্রিসভায় ঠাঁই পাওয়া ৩৬ জন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীর। তাদের আগমন উপলক্ষে প্রস্তুত করা হচ্ছে প্রশাসনিক সদর দপ্তর বাংলাদেশ সচিবালয়।

শুক্র ও শনিবার সরকারি সাপ্তাহিক ছুটি থাকায় নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ে বসছেন রবিবার। শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায় মন্ত্রী-প্রতিমন্ত্রীদের আমন্ত্রণ জানাতে সরকারি ছুটির দিনেও সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন কর্মকর্তা-কর্মচারীরা। নতুন মন্ত্রীদের কক্ষের দরজায় বসানো হয়েছে নেমপ্লেট। চলছে ধোয়া-মোছার কাজ। মেঝে ও দেয়াল থেকে শুরু করে টেবিল চেয়ারসহ প্রতিটি জায়গায় ধুলোবালি পরিষ্কার করছেন পরিচ্ছন্ন কর্মীরা। নতুন নিয়োগ পাওয়া মন্ত্রীদের সহকারী একান্ত সচিবরাও এসব কাজ তত্ত্বাবধান করেছেন।

পুরনো এক মন্ত্রীর একান্ত উপসচিব ঢাকা টাইমসকে বলেন, আমরা নতুন পুরাতন মন্ত্রীদের বরণ করে নিতে প্রস্তুত রয়েছি। আগামীকাল তাদের ফুল দিয়ে মন্ত্রণালয়ে স্বাগত জানাব। প্রথম দিন বিভিন্ন দপ্তারের প্রধান ও কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।

বিদায় নেওয়া এক উপমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা জানান, আজ শনিবারের মধ্যেই সব প্রয়োজনীয় জিনিস প্রস্তুত রাখা হবে। নতুন মন্ত্রীদের ব্যবহারের জন্য তোয়ালে থেকে শুরু করে অন্য আনুষঙ্গিক সব জিনিসপত্র কেনা হয়েছে।

প্রচলিত নিয়মানুযায়ী এরই মধ্যে মন্ত্রী প্রতিমন্ত্রীদের গাড়ি পৌঁছে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গাড়ির স্টিকারও দিয়ে দেওয়া হয়েছে। কারণ স্টিকার ছাড়া সচিবালয়ে কোনো গাড়ি প্রবেশের অনুমতি নেই। রবিবার সচিবালয়ে যাতে কোনো ধরনের যানজট সৃষ্টি না হয় সে ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখা থেকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রীরা কার্যদিবসের প্রথম দিন নিজ নিজ দপ্তরে মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে পরিচিত হবেন। পরে সচিবসহ দপ্তর প্রধানদের সঙ্গেও বৈঠক করবেন। বিশেষ করে নতুন মন্ত্রণালয় পাওয়া মন্ত্রী ও নবাগত মন্ত্রীরা মন্ত্রণালয়ে তাদের কার্যক্রম সম্পর্কে অবহিত হবেন। মূলত নতুন ও পুরাতন মন্ত্রীরা এসব কর্মকাণ্ডে রবিবার দিনব্যাপী সচিবালয়ে ব্যস্ত সময় পার করবেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামীকাল থেকেই মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কার্যক্রম শুরু করবেন। বিশেষ করে চলতি সপ্তাহেই একনেক, অর্থনৈতিক-সংক্রান্ত মন্ত্রিসভা, ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা, জাতীয় পুরস্কার-সংক্রান্ত মন্ত্রিসভা ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করা হবে। এছাড়াও নতুন ও পুরাতন মন্ত্রীদের বেতন-ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধার ফাইল নতুন করে খুলতে হবে।

আগামী সোমবার নতুন সরকারের মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা থাকলেও আপাতত তা হচ্ছে না। তবে প্রধানমন্ত্রী তার সুবিধা অনুযায়ী যেকোনো সময় প্রথম মন্ত্রিসভার বৈঠক আহ্বান করতে পারেন, যেখানে তিনি মন্ত্রিপরিষদ সদস্যদের আগামী দিনের কার্যক্রম সম্পর্কেও দিকনির্দেশনা দেবেন।

এর আগে নতুন মন্ত্রিসভার সদস্যরা শুক্রবার সকালে প্রথমে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপর সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিসভার সদস্যরা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন।

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/এমএইচ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা