দ্রব্যমূল্য কমিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা থাকবে বর্তমান সরকারের: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১৩:৫৬ | প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৪, ১৩:১২

দ্রব্যমূল্য কমিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা থাকবে বর্তমান সরকারের বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, যারা এই সরকারের বিরোধিতা করছেন তারাও এই সরকারের সুফলগুলো ভোগ করবে।

তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য কিছু মানুষ কষ্ট পাচ্ছে এটা আমরা বুঝতে পারি। দ্রব্যমূল্য কমিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা থাকবে বর্তমান সরকারের। এজন্য আমরা বিভিন্ন পরিকল্পনা নিয়েছি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বর্তমান সরকারকে নতুন অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। যেসব চ্যালেঞ্জ আছে সেগুলো মোকাবিলা করবো। মানুষের জীবনে রাজনীতি বলুন, অর্থনীতি বলুন সব ক্ষেত্রেই চ্যালেঞ্জ আছে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সেই চ্যালেঞ্জ আরও কঠিন। তবে আমি মনে করি কোনো চ্যালেঞ্জই মোকাবিলা করা অসম্ভব নয়।

সেতুমন্ত্রী বলেন, আমরা যখন পদ্মা সেতুর কাজ শুরু করেছিলাম তখন কেউ ভাবেনি এটা শেষ করা সম্ভব হবে। বিশ্বব্যাংকও পাশে ছিল না। কিন্তু আমরা পদ্মা সেতু করতে পেরেছি। মেট্রোরেল দিয়ে যে এ শহর সমৃদ্ধ হবে এ কথাও কেউ ভাবেনি। কিন্তু সেটাও শেখ হাসিনার সরকার উপহার দিয়েছে। আমাদের অনেক কাজ আছে সামনে। অনেক চ্যালেঞ্জ আছে। তবে এখনো আমরা সড়কে যানবাহনের শৃঙ্খলা আনতে পারিনি। বিশ্বব্যাংকের সঙ্গে একযোগে আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি। এটা করতে পারলে রোড সেফটি নিশ্চিত হবে। আজ অনেক রাস্তা হচ্ছে। রাস্তাগুলো স্মার্ট করতে হবে। এ বিষয়গুলোও আমরা দেখব। অনেক সড়কের নির্মাণকাজ শেষ করতে হবে।

তিনি বলেন, দেশের মানুষের জন্য কাজ করেছেন আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগের শক্তির উৎস জনগণ।

(ঢাকাটাইমস/১৪ জানুয়ারি/জেএ/এসএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

তিউনিসিয়ায় নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ: উদ্ধার সহায়তায় বিজিবি

নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের 

উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ, স্টেশন মাস্টারসহ বরখাস্ত ৩

১০ টাকায় টিকিট কেটে চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার বিচার শেষ না হওয়ার জন্য বিএনপি নেতারা দায়ী: ওবায়দুল কাদের

জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ প্রস্তাব গৃহীত

ধরে নিয়ে যাওয়া ১০ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে আরাকান আর্মি

র‍্যাব সদস্যকে চাপা দিয়ে মারার ঘটনায় পিকআপ চালক গ্রেপ্তার

ছয় অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

এই বিভাগের সব খবর

শিরোনাম :