মহেশপুরকে দালাল ও সিন্ডিকেটমুক্ত করতে চাই: এমপি সালাহ উদ্দিন

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৪, ১৫:৫২| আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ১৬:১৩
অ- অ+

মহেশপুরকে দালাল ও সিন্ডিকেটমুক্ত করতে চাই বলে মন্তব্য করেছেন ঝিনাইদহ-৩ আসনের এমপি মেজর জেনারেল অব. সালাহ উদ্দিন মিয়াজী। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি আরও বলেন, একদিনে সবকিছু পরিবর্তন করা সম্ভব না, তবে আমার আগমন পরিবর্তনের জন্য। আমি আপনাদের সহযোগিতায় কাজ করতে চাই।

তিনি বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। আমাদেরকে মাদক নির্মূল করতে হবে, বাল্যবিবাহ শূন্যের কোঠায় নিয়ে আসতে হবে। আত্মহত্যার কথা শুনে আসছি, এখন দেখছি গত মাসের রিপোর্টে আত্মহত্যা মহেশপুরে শীর্ষে অবস্থান করছে। তিনি সকল আত্মহত্যা কেসস্টাডি করার জন্য নির্দেশনা দেন।

তিনি প্রশাসনসহ সকল সরকারি কর্মকর্তাকে বলেন, আমার নাম ভাঙিয়ে কেউ যেন কোনো অনৈতিক সুযোগ গ্রহণ করতে না পারে। সীমান্তবর্তী দালালচক্র বা সিন্ডিকেট অবৈধ লেনদেন বন্ধ করতে হবে।

সকলের উদ্দেশে তিনি বলেন, আমি দিতে এসেছি নিতে আসিনি। অহেতুক সাধারণ মানুষ হয়রানি না হয় সে বিষয়ে সতর্ক থাকার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ রাখেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ময়জুদ্দীন হামীদ, পৌর মেয়র আব্দুর রশিদ খান, উপজেলা আ.লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, মহেশপুর থানার ওসি ইসমাইল হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব বিশ্বাস, ইউপি চেয়ারম্যান গোলাম হালদার নান্টু, আমিনুর রহমান প্রমুখ।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাভারে রং মিস্ত্রিকে কুপিয়ে হত্যা
উত্তরায় দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার
তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া, আদালতকে জানাল রাষ্ট্রপক্ষ
নিখোঁজের ৩ দিন পর কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা