ভালুকায় ট্রাক চাপায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৬

ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় নাজমুল আনসারী (৩০) নামে এক অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
নিহত নাজমুল হুদা সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার উটরা গ্রামের আবুল হোসেনের ছেলে।
সোমবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে ভালুকা থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিহতের লাশ উদ্ধার করেছে।
আহতদের মধ্যে কলমাকান্দা উপজেলার মনতলা গ্রামের আইয়ুব আলীর ছেলে মারুপ বিশ্বাস (২৪), ভালুকার ইসমাইল হোসেনের ছেলে তৌহিদ (২৫) ও বাংলা নেত্রকোণার মৃত রতনের ছেলে সুজনকে (৪০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনও ওই হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়রা জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশা যাত্রী নাজমুল আনসারী ঘটনাস্থলেই মারা যান।
ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন