কৃষক হত্যা মামলায় জজ মিয়ার মৃত্যুদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৪, ১৫:২৯
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃষক রহিজ মিয়া হত্যা মামলায় মো. জজ মিয়া নামে একজনের মৃত্যুদণ্ডের আদেশসহ এক লাখ টাকা জরিমানা করেছে আদালত। একই মামলায় জজ মিয়ার চার ভাইসহ ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আয়েশা আক্তার সুমি এ রায় প্রদান করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত জজ মিয়া কসবা উপজেলার নিমবাড়ি গ্রামের জমসিদ মিয়ার ছেলে। তবে রায় প্রদানকালে আদালতে হাজির ছিলেন না জজ মিয়া। তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। জমসিদ মিয়ার আরো ৪ ছেলে ইয়াছিন মিয়া, খোকন মিয়া, পারভেজ মিয়া, মনির মিয়া এবং স্থানীয় আওয়াল মিয়া ও তার ছেলে আশরাফুলকে ৬ মাসের সশ্রম কারাদণ্ডসহ প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করেছে আদালত। তবে জমসিদ মিয়াসহ মামলার অপর নয় আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, কসবা উপজেলার নিমবাড়ি গ্রামে পাণ্ডবের গোষ্ঠী ও কাবলি গোষ্ঠীর লোকজনের মধ্যে মামলা মোকাদ্দমাসহ বিভিন্ন বিরোধের জেরে ২০১৭ সালের ১০ এপ্রিল সকালে কাবলি গোষ্ঠীর লোকজন রহিজ মিয়া, নাবালক সরদার ও ফরিদ মিয়ার ওপর হামলা করেন। এ সময় রহিজ মিয়াসহ তার সাথে থাকা দু’জনকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে রহিজ মিয়া মারা যান। এ ঘটনায় রহিজ মিয়ার স্ত্রী নার্গিছ বেগম কসবা থানায় ১৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালভোগ-গোলাপখাসে শুরু সাতক্ষীরার আম মৌসুম
পারমাণবিক শক্তিধর ভারত-পাকিস্তানের মধ্যে কে এগিয়ে?
রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুজনের মৃত্যু
কিউইদের বিপক্ষে ‘এ’ দলের সহজ জয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা