ফেনীর ‘হাজেরা খাঁ’য় এবারও ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৪, ১২:১১

ফেনীর দাগনভূঞার জায়লস্কর ইউনিয়নের উত্তর আলামপুর গ্রামে অবস্থিত ‘হাজেরা খাঁ দীঘি। স্থানীয়দের কাছে এই দীঘি ‘আজরাঈল দীঘি’ নামেও পরিচিত। প্রতিবারের মতো এবারও এ দীঘিতে আসছে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি। এখন প্রতিদিনই নানা রঙের পাখির কিচিরমিচির কলতানে মুখরিত থাকে এ দীঘি।

দর্শনার্থী মোজাম্মেল হক হাছান বলেন, প্রতিবছর এখানে বেশ কয়েকবার ঘুরতে আসি। বিশেষ করে শীতের সময়টা অনেক ভালো লাগে। অতিথি পাখিরা আসে, তাদের কিচিরমিচির শব্দ একটা সুরের পরিবেশ সৃষ্টি করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহনেওয়াজুল ইসলাম তায়েফ জানান, অতিথি পাখির খবর শুনে দেখতে এসেছি। পাখির আগমনে জায়গাটির সৌন্দর্য আরও ফুটে উঠেছে। মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে পেরে খুশি দর্শনার্থীরা।

স্থানীয় ইউপি সদস্য জহিরউদ্দিন বলেন, গত কয়েক বছর ধরে এসব পাখি এই দীঘিতে আসে। পাখিরা এখানে অনেক নিরাপদে। দীঘিটি পাখির একটি নিরাপদ আবাসস্থল হিসবে গড়ে উঠেছে। এ দৃশ্যে উপভোগ করতে প্রতিদিন শত শত মানুষ আসে।

দাগনভূঞার ইউএনও নিবেদিতা চাকমা বলেন, কারও বিরুদ্ধে পাখি শিকারের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :