বিশ্ব ইজতেমায় জঙ্গি হামলা বা নাশকতার কোনো তথ্য নেই: আইজিপি

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১৪:৪৬ | প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৪, ১৪:৩৫

টঙ্গীর বিশ্ব ইজতেমা ঘিরে জঙ্গি হামলা বা নাশকতার কোনো গোয়েন্দা তথ্য নেই বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

বুধবার দুপুর ১২টায় বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শন শেষে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে স্থাপিত গাজীপুর মহানগর পুলিশ কন্ট্রোল রুমের সামনের মাঠে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান আইজিপি।

তিনি বলেন, ‘তবে আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। একটি স্বার্থান্বেষী মহল দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। তাই বিশ্ব ইজতেমা ঘিরে যেন কোনো নাশকতা সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ সতর্ক রয়েছে। আমরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় জীবন দিতেও প্রস্তুত।’

আইজিপি জানান, ‘বিশ্ব ইজতেমায় ১৫ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। নৌপুলিশ, টুরিস্ট পুলিশ, এপিবিএন, ট্রাফিক পুলিশ, ডিবি, সিআইডি এবং র‌্যাব সদস্যরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যেন কোনো গুজব ছড়াতে না পারে, সে জন্য সাইবার নজরদারিও বাড়ানো হয়েছে।’

বিশ্ব ইজতেমা নিয়ে দুটি দলের বিরোধ সম্পর্কে পুলিশপ্রধান বলেন, ‘আমরা দুই পক্ষের সঙ্গেই কথা বলেছি। তারা শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন করবেন বলে কথা দিয়েছেন। তারপরও যদি কিছু করেন, সেটা আইনগতভাবে মোকাবিলা করা হবে। তবে আশা করি, দুই পক্ষের মধ্যে কোনো সমস্যা হবে না।’

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম (ক্রাইম অ্যান্ড অপারেশনস), অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম (স্পেশাল ব্রাঞ্চ), ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুল ইসলাম, ডিআইজি আনোয়ার হোসেন ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলমসহ পুলিশের সকল ইউনিটের প্রধান, ঢাকা বিভাগের ডিআইজি, ঢাকা ও গাজীপুর মহানগর পুলিশ কমিশনাররা।

টঙ্গীর তুরাগ তীরে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে ২ ফেব্রুয়ারি। শেষ হবে ৪ ফেব্রুয়ারি। এরপর দ্বিতীয় পর্ব শুরু হবে ৯ ফেব্রুয়ারি। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। ২০১১ সাল থেকে দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা।

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/এজে)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

অবশেষে রাজধানীতে নামল স্বস্তির বৃষ্টি

গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

আ.লীগ ক্ষমতায় থাকায় মানুষের জীবনমান উন্নত, সংসদে প্রধানমন্ত্রী

উপজেলা নির্বাচন: তৃতীয় ধাপে ১৫৮৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বজ্রপাতে চট্টগ্রাম বিভাগে প্রাণ গেল ছয়জনের

চলতি মাসে আরও দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে

পরিবেশ রক্ষায় প্রতিবেদন করতে গিয়ে সাংবাদিক আক্রমণের শিকার হলে সুরক্ষা পাবেন: তথ্য প্রতিমন্ত্রী 

উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের প্রভাব ঠেকাতে স্পিকারকে ইসির চিঠি

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৪৯ টাকা 

আইএমএফের জ্বালানি বিষয়ক পরামর্শের সঙ্গে একমত নয় ক্যাব

এই বিভাগের সব খবর

শিরোনাম :