তিন সন্তানকে বিষ পান করিয়ে মায়ের আত্মহত্যা চেষ্টা, ছোটো মেয়ের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৪, ১৪:৫৮| আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১৫:৪৪
অ- অ+

গোপালগঞ্জ জেলার পার্শ্ববর্তী লংকার চর এলাকায় পারিবারিক কলহের জের ধরে তিন সন্তানকে বিষ পান করিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন এক মা। বুধবার (৩১ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। এতে তার ১৪ মাস বয়সি ছোটো মেয়ের মৃত্যু হয়েছে।

জানা যায়, গোপালগঞ্জ জেলার পার্শ্ববর্তী জেলা নড়াইলের লংকারচর এলাকার বাসিন্দা পলি খানম ও টিটু মোল্লা দম্পতির তিন কন্যাসন্তান। প্রায় সময় তাদের পারিবারিক কলহ লেগে থাকতো। এতে অতিষ্ঠ হয়ে বুধবার সকালে তিন মেয়েকেই বিষ পান করিয়ে নিজেও বিষপান করেন পলি। এ ঘটনায় বিষক্রিয়া শুরু হলে সন্তানদের চিৎকারে স্থানীয়রা এসে দেখে সবার অবস্থা আশঙ্কাজনক। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ১৪ মাস বয়সি ছোটো মেয়েকে মৃত ঘোষণা করেন।

এদিকে আফসানা (৮) ও আমেনা (২) নামে দুই মেয়ে ও মা পলি খানম (৩২) এর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

তবে বিষয়টি তদন্ত করে পুলিশ দেখছে বলে জানিয়েছেন সদর থানার ওসি আনিসুল হক।

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা
প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে অনুমতি লাগবে স্বাস্থ্য অধিদপ্তরের
বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুনের সূত্রপাত নিয়ে যা জানা গেল 
শিগগিরই বাংলাদেশ সফর করতে পারেন জর্জিয়া মেলোনি: ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা