প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র জালিয়াতির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৫
অ- অ+

দেশের তিন বিভাগে শুক্রবার ২ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে প্রাথমিক শিক্ষক নিয়োগে জালিয়াতি চক্রের তিন সদস্য গ্রেপ্তার করেছে ডিবি। এসময় এ চক্রের কাছ থেকে ইলেক্ট্রনিক্স সরঞ্জামসহ বিপুল পরিমাণ মালামাল জব্দ করেছেন।

বুধবার রাতভর জয়পুরহাটের পাঁচবিবি এলাকায় অভিযান চালিয়ে কলেজের অধ্যক্ষসহ জালিয়াতি চক্রের সাথে জড়িত তিনজন প্রতারককে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি জয়পুরহাট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নুরে আলম নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা এলাকার আনিছ উদ্দিনের ছেলে রস্তম আলী (৫৩)। তিনি উচাই কৃষি কলেজের অধ্যক্ষ আর দুজন জালিয়াতি চক্রের মূল হোতা বগুড়া সদর উপজেলার গোকুল এলাকার আব্দুল ওয়াহেদের ছেলে ইশান ইমতিয়াজ হৃদয় (৩০) ও কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার হরিনগাছী এলাকার আরজ আলীর ছেলে রোকনুজ্জামান রোকন (২৯)। পুলিশ সুপার বলেন, দেশের তিনটি বিভাগে শুক্রবার (২ ফেব্রুয়ারি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে গোপন সংবাদে জানা যায়, জয়পুরহাট জেলায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে একটি জালিয়াতি চক্র জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জালিয়াতি করার উদ্দেশ্যে অবস্থান করছে। এ চক্রের সদস্যরা প্রার্থীদের কাছ থেকে ২০ থেকে ২৫ লাখ টাকার বিনিময়ে ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থীদের পাশ করিয়ে চাকরির নিয়োগ দেওয়া হবে মর্মে প্রতারণা করছে। এমন গোপন সংবাদ পেয়ে ডিবি পুলিশের একটি দল পাঁচবিবি থানা এলাকায় রাতভর অভিযান চালিয়ে চক্রের সাথে জড়িত তিনজন প্রতারককে গ্রেপ্তার করে।

এসময় তাদের হেফাজতে রাখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র, চেকবহি, এটিএম কার্ড, বিভিন্ন প্রকারের ডিভাইস, ৬টি মোবাইল ফোন, মোবাইল সিম, এন্টিনা, এয়ার পট, ইলেক্ট্রনিক্স সরঞ্জামসহ বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়েছে।

(ঢাকা টাইমস/০১ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৫ মার্চ কালো রাতকে হার মানিয়েছে শাপলা গণহত্যা: রাশেদ প্রধান
দেশের উদ্দেশে রওনা দিয়েছেন খালেদা জিয়া
সোনার দাম ভরিতে বাড়ল ২৩০৯ টাকা
বেইলি রোডের সিরাজ টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে, ছাদ থেকে উদ্ধার ১৮ জন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা