ঢাকা-মাওয়া মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৪| আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৮
অ- অ+

ঢাকা-মাওয়া মহাসড়কের আব্দুল্লাহপুরে মাইক্রোবাসের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেনস্থানীয়রা মাইক্রোবাসসহ চালককে আটক করেছে

বুধবার রাত সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে ওই সময় তিনি রাস্তা পার হচ্ছিলেন।

উপস্থিত লোকজন আব্দুর রাজ্জাককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছেবিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে

উদ্ধারকারী প্রতিবেশী আফসার উদ্দিন বলেন, নিহত রাজ্জাকসহ আমরা ছয় সাতজন এলাকার পাশের গ্রামে রাঘপুর এলাকার একটি বাড়িতে বাৎসরিক মাহফিলের অনুষ্ঠানে যাচ্ছিলামকেরাণীগঞ্জ আব্দুল্লাহপুর বাওয়ার বিটি এলাকায় মহাসড়ক দিয়ে রাস্তা পার হওয়ার সময় ঢাকামুখী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়, এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হনপরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন

তিনি জানান, ঘটনার পর স্থানীয় জনতা চালকসহ মাইক্রোবাসটি আটক করেছে।

মৃত আব্দুর রাজ্জাক দক্ষিণ কেরাণীগঞ্জ বাওয়ার বিটি গ্রামের স্থায়ী বাসিন্দাতিনি তিন ছেলে ও দুই মেয়ের জনক।

(ঢাকাটাইমস/০১ফেব্রুয়ারি/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৫ মার্চ কালো রাতকে হার মানিয়েছে শাপলা গণহত্যা: রাশেদ প্রধান
দেশের উদ্দেশে রওনা দিয়েছেন খালেদা জিয়া
সোনার দাম ভরিতে বাড়ল ২৩০৯ টাকা
বেইলি রোডের সিরাজ টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে, ছাদ থেকে উদ্ধার ১৮ জন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা