প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, বিদ্যালয় ঘেরাও

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৫০| আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০১
অ- অ+

মুন্সীগঞ্জের সিরাজদিখান উত্তর তাজপুর প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে যৌন হয়রানি ও তাদের সঙ্গে জোরপূর্বক অনৈতিক কার্যকলাপের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তসলিম হোসেন খানের বিরুদ্ধে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শিক্ষার্থীদের অভিভাবকসহ স্থানীয়রা বিদ্যালয় ঘেরাও করে। এ সময় বিদ্যালয়ের অভিযুক্ত প্রধান শিক্ষককে না পেয়ে অন্য শিক্ষকদের বিদ্যালয়ের ভেতরে অবরুদ্ধ করে রাখা হয়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাঈদ ও এটিও মো. আমিনুর রহমান ঘটনাস্থলে সশরীরে হাজির হয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তসলিম হোসেন খান অভিযোগ অস্বীকার করে বলেন, বিদ্যালয়ের জমি নিয়ে বিরোধ থাকায় স্থানীয় একটা পক্ষ আমার বিরুদ্ধে মিথ্যাভাবে এই অভিযোগ করছে। আজ সকালে আমি বিদ্যালয়ের হাজিরা দিয়ে মুভমেন্ট দেখিয়ে বিদ্যালয়ের বাহিরে ছিলাম ।

এবিষয়ে এটিও মো. মিজানুর রহমানের কাছে বক্তব্য চাইলে তিনি বক্তব্য না দিয়েই তড়িঘড়ি করে চলে যান।

উপজেলা শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন বলেন, অভিযোগ পেয়ে সেখানে উপজেলা সহকারী শিক্ষা অফিসার (এটিও) এটিওকে পাঠিয়েছিলাম শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/০১ফেব্রুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা
প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে অনুমতি লাগবে স্বাস্থ্য অধিদপ্তরের
বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুনের সূত্রপাত নিয়ে যা জানা গেল 
শিগগিরই বাংলাদেশ সফর করতে পারেন জর্জিয়া মেলোনি: ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা