বৃষ্টিতে ইজতেমা ময়দানে মুসল্লিদের দুর্ভোগ

গাজীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২৩
অ- অ+

লাখো মুসল্লির সমাগমে কানায় কানায় পরিপূর্ণ টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমা ময়দান। ইতোমধ্যে ১৬০ একরের ময়দানে জায়গা সংকুলান না হওয়ায় মুসল্লিরা ময়দানের আশপাশের সড়ক ও ফুটপাতে তাবু টানিয়ে অবস্থান নিয়েছেন। তবে কয়েক দফা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন মুসল্লিরা। বৃহস্পতিবার দিনভর আকাশ মেঘলা থাকলেও মাগরিবের নামাজের পর থেকে বৃষ্টি শুরু হয়। চটের শামিয়ানার নিচে বৃষ্টি প্রতিরোধের কোন ব্যবস্থা না থাকায় ভিজে গেছে মুসল্লিদের বিছানা ও মালপত্র। ময়দানের নিচু স্থানে জমেছে পানি।

ইজতেমায় আসা মুসল্লি ইব্রাহিম মিয়া বলেন, নামাজের পর বয়ান শুরু হলে হঠাৎ বৃষ্টি শুরু হয়। চটের সামিয়ানার নিচে বৃষ্টি প্রতিরোধের কোনো কিছু না থাকায় অনেক মুসল্লির বিছানা, মালপত্র ভিজে গেছে।

সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে আসা মুসল্লি তসলিম হোসেন বলেন, আমরা ৮০ জন সাথী ইজতেমা ময়দানে এসেছি। গতকাল রাতে এবং আজ সন্ধ্যার বৃষ্টিতে সবাই দুর্ভোগে রয়েছেন। তবে আল্লাহ আমাদের ইমানি পরিক্ষা নিচ্ছেন। আমরা কষ্ট হলেও ইজতেমা শেষ করে বাড়ি ফিরবো।

আরেক মুসল্লি জামিল হোসেম জানান, বৃষ্টি থেকে রক্ষার জন্য ত্রিপাল কিনেছি। তবে এই সুযোগে অনেকেই বাড়তি দাম আদায় করছেন।

তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে। তাবলিগের আমির মাওলানা সাদ কান্ধলভীর বিরোধী পক্ষ মাওলানা জুবায়েরের অনুসারীরা ইজতেমা করবেন ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি। চারদিন বিরতির পর সাদ কান্ধলভীর অনুসারীরা ইজতেমা করবেন ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি। ১ম পর্বে অংশ নিতে এখন মাঠে আসছেন মাওলানা জুবায়েরের অনুসারীরা।

আয়োজকরা বলছেন, বিশ্ব ইজতেমার প্রথম দিন দেশের বৃহত্তম জুমার নামাজ অনুষ্ঠিত হবে এখানে। দুপুর দেড়টার দিকে কাকরাইলের মুরুব্বি মাওলানা জোবায়ের এ জুমায় ইমামতি করবেন। বৃহত্তম জুমার এই নামাজে অংশ নিতে প্রতি ইজতেমায় তাবলিগের মুসল্লি ছাড়াও গাজীপুর ও আশপাশের জেলা থেকে আগের রাতেই ইজতেমা ময়দানে অবস্থান নিচ্ছেন অনেক মুসল্লি।

(ঢাকাটাইমস/০১ফেব্রুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা
প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে অনুমতি লাগবে স্বাস্থ্য অধিদপ্তরের
বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুনের সূত্রপাত নিয়ে যা জানা গেল 
শিগগিরই বাংলাদেশ সফর করতে পারেন জর্জিয়া মেলোনি: ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা