নরসিংদীতে পৃথক ঘটনায় দুজন নিহত

নরসিংদী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১১
অ- অ+

নরসিংদীতে পৃথক ঘটনায় দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলার সংগীতা এলাকায় দুর্বৃত্তের হামলায় আহত সুমন মিয়া (৩২) মারা গেছেন।

এদিকে শনিবার সকালে পলাশ উপজেলায় জিনারদীতে রেললাইনের পাশের একটি ঝোঁপ থেকে সুমন শাহা (৩৫) নামে আরেক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সুমন শাহ সদর উপজেলার হাজীপুর ইউনিয়নে নেপাল শাহার ছেলে। বিষয়টি নিশ্চিত করেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মো. ইকতিয়ার উদ্দিন।

শুক্রবার রাত ১০টার দিক নরসিংদী শহরের সংগীতা এলাকায় সুমন মিয়াকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে নরসিংদী সদর হাসপাতাল থেকে মুমুর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে প্রেরণ করা হলে সেখানে রাত দেরটার মারা যায়। বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভির আহমেদ।

তিনি বলেন, হামলার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। ঘটনাস্থল ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন।

নিহত সুমন মিয়ার স্বজনরা জানান, রাতে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা সুমনকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সে মারা যায়।

নিহত সুমন নরসিংদী পৌর শহরের সংগীতা এলাকার সোবহান মিয়ার ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সুমনের মরদেহ ঢাকা মেডিকেল থেকে বাড়িতে আনা হয়নি।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে, এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, পৃথক ঘটনায় দুইজন নিহত হয়েছে বিষয়টা নিয়ে আমরা তৎপর রয়েছি। দুটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনিকার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তবে ঝোঁপ থেকে উদ্ধার হওয়া মরদেহটি রেল দুর্ঘটনা নাকি হত্যা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/০৩ফেব্রুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা
প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে অনুমতি লাগবে স্বাস্থ্য অধিদপ্তরের
বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুনের সূত্রপাত নিয়ে যা জানা গেল 
শিগগিরই বাংলাদেশ সফর করতে পারেন জর্জিয়া মেলোনি: ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা