আখেরি মোনাজাতে অংশ নিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় ২ মুসল্লির মৃত্যু

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে আসার পথে কাভার্ডভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশায় থাকা দুই মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় পথচারীসহ ১১ জন আহত হয়েছেন।
রবিবার সকাল ৭টার দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের শিলমুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- ফিরোজ (৫০), জহিরুল ইসলাম (৫২), জিসান (২২), জাহিদ হাসান (৩৫), ইকবাল হোসেন (৫৫), নজরুল ইসলাম (৫০), আনিসুর রহমান, মো. বোরহান উদ্দিন (৫০) ও বাছির উদ্দিন (৫৫)।
তবে এ ঘটনায় মৃত দুই ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।দুপুর ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
ওসি বলেন, রবিবার সকালে অটোরিকশায় দুজন মুসল্লি আখেরি মোনাজাতে অংশ নিতে ময়দানের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ১১ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৯ জনের নাম পাওয়া গেছে। পরে স্থানীয়রা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলমুন স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যানটি জব্দ করেছে।
আমরা জানতে পেরেছি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত নিহতদের কোনো আত্মীয়স্বজনের খোঁজ পাওয়া যায়নি।
(ঢাকা টাইমস/০৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন