মির্জাপুরে অবৈধভাবে মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের মির্জাপুরে ভেকু মেশিন ও খননযন্ত্র দিয়ে নদী ও নদীর তীর কেটে মাটি বিক্রির অভিযোগে এক লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এসময় দুটি ভেকু মেশিন, একটি লোভেট ও খননযন্ত্র জব্দ করা হয়।
শনিবার রাতে উপজেলার ভাদগ্রাম, জামুর্কী, বানাইল ও ফতেপুর ইউনিয়নের একাধিক স্থানে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান।
জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকার সরকারি জমি, নদী ও নদীর তীর থেকে রাতের আধারে মাটি ব্যবসায়ীরা নিয়ম নীতি না মেনে ভেকু মেশিন ও খননযন্ত্র দিয়ে মাটি কেটে বিক্রি করে থাকে। এতে এক দিকে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে অপর দিকে নিয়ম নীতি না মেনে এসব স্থান থেকে মাটি কাটায় পরিবেশের ক্ষতি হচ্ছে।
এসব অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান গত রাতে ওইসব এলাকায় অভিযান চালান। এসময় বানাইল ইউনিয়নের বরাটি নরদানা এলাকা থেকে ২টি মাহিন্দ্রা গাড়ি আটক করা হয়। পরে গাড়ি মালিক রোহিদপুর গ্রামের সালাউদ্দিন এবং শুভুল্যা গ্রামের বাদশা মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ভাদগ্রাম ইউনিয়নের ইচাইল দক্ষিণ পাড়া থেকে একটি ভেকু, জামুর্কী ইউনিয়নের কদিমধল্যা থেকে এক হাজার ফুট পাইপসহ একটি খনন যন্ত্র ও ফতেপুর ইউনিয়নের থলপাড়া এলাকা থেকে আরও একটি ভেকু ও ভেকু বহনকারী লোভেট আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাসুদুর রহমান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।(ঢাকা টাইমস/০৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন