মিয়ানমারে ব্যাপক সংঘর্ষ, ধাওয়া খেয়ে বাংলাদেশে জান্তার ১৪ সদস্য

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৮| আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৪
অ- অ+

মিয়ানমারে বিদ্রোহীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষে প্রাণ বাঁচাতে বাংলাদেশে ঢুকে পড়েছে সামরিক জান্তার ১৪ সদস্য। তারা বিদ্রোহীদের আক্রমণে তুমব্রু বিজিবি ক্যাম্পে আশ্রয় নিয়েছে।

রবিবার (৪ ফেব্রুয়ারি) সকালে বান্দরবানের তুমব্রু বিজিবি ক্যাম্পে আশ্রয় নেন তারা।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, অভ্যন্তরীণ কোন্দলের কারণে মিয়ানমারের ১৪ সেনাসদস্য বাংলাদেশ সীমান্তের বান্দরবানের তুমরু বিজিবি ক্যাম্পে চলে আসে। পরে তাদের নিরস্ত্র করে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক আইনে পরবর্তী প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, গোলাগুলি ও সংঘর্ষে প্রাণহানির শঙ্কায় মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)র ১৪ জনেরও বেশি সদস্য বাংলাদেশের ভূখণ্ডে আশ্রয় নিয়েছে। তাদের ঘুমধুম বিজিবি ক্যাম্পে আশ্রয় দেওয়া হয়েছে।

কক্সবাজার ৩৪ বিজিবি লে. কর্নেল আব্দুল্লাহ আল আশরোকি বলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে আজ দিবাগত রাত থেকে তুমুল যুদ্ধে প্রাণ বাঁচাতে কিছু সংখ্যক মিয়ানমার সীমান্ত রক্ষীবাহিনীর (বিজিপি) সদস্য বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা নিরাপত্তার সঙ্গে তাদেরকে ঘুমধুম সীমান্ত বিওপিতে হেফাজতে নেয়। পরবর্তীতে আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা
প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে অনুমতি লাগবে স্বাস্থ্য অধিদপ্তরের
বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুনের সূত্রপাত নিয়ে যা জানা গেল 
শিগগিরই বাংলাদেশ সফর করতে পারেন জর্জিয়া মেলোনি: ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা