নিয়ামতপুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন

নওগাঁর নিয়ামতপুরে টেকসই ক্ষুদ্রাকার পানি উন্নয়ন প্রকল্পের আওতায় নিয়ামতপুর-গাহইল খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
এলজিইডির উদ্যোগে সোমবার বিকালে উপজেলার গুড়িহারী খালে পুনঃখনন কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
ভারপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) রূপম দাস, সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম, স্থানীয় জনপ্রতিনিধি ও খাল খনন কাজে নিয়োজিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৮২ লক্ষ ৬৪ হাজার ১৯১ টাকা ব্যয়ে বাস্তবায়িত হবে প্রকল্পটি।
(ঢাকা টাইমস/০৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন