কাপাসিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩২
অ- অ+

গাজীপুরের কাপাসিয়া উপজেলার হরিমঞ্জুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে গত ১৪ বছর ধরে প্রতিষ্ঠানের নেই কোনো আয়-ব্যয়ের হিসাব। প্রধান শিক্ষক তার একক আধিপত্য ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়ম-নীতির তোয়াক্কা না করে চালিয়ে যাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠান। ইতোমধ্যে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতিষ্ঠানের অর্থ লোপাটের অভিযোগ তুলেছেন স্কুলের ১৪ জন সহকারী শিক্ষক। পরে এক অডিট রিপোর্টে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার ওপরে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এক বছরেও বিদ্যালয়ে প্রাপ্য টাকা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে জমা দেননি প্রধান শিক্ষক। সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুই দফায় ২৫টির মতো অনিয়ম ও দুর্নীতি উল্লেখ করে লিখিত অভিযোগ করেন এডহক কমিটির কাছে। কমিটি অভিযোগ পেয়ে বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব নিকাশ করা জন্য একটি অভ্যন্তরীণ অডিট করেন।

অডিট প্রতিবেদন থেকে জানা যায়, ২০২০ ও ২১ সালে বিদ্যালয়ে মোট আয় হয়েছে ৩৩ লাখ ৭২ হাজার ৪৪০ টাকা। তা থেকে প্রধান শিক্ষক ব্যয় দেখিয়েছেন ১৫ লাখ ৫৫ হাজার ৬৬৯ টাকা। উদ্বৃত্ত ১৮ লাখ ১৬ হাজার ৭৭১ টাকার বিদ্যালয়ে ব্যাংক হিসাব নম্বরে জমা না দিয়ে নিজের কাছে রেখে দিয়েছেন। ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিদ্যালয়ের আয়ের আনুপাতিক হারের পরিমাণ ১ কোটি ১৫ লাখ টাকা অডিট কমিটির কাছে দিতে পারেননি প্রধান শিক্ষক।

অডিট কমিটির সদস্য ছিলেন, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান। অডিট কমিটি সদস্য সহকারী শিক্ষক মনির হোসেন ও সহকারী শিক্ষক ফয়জুন নাহার খানম এবং সাবেক পরিচালনা কমিটির সদস্য মো. ফারুক। তাদের স্বাক্ষরিত অডিট প্রতিবেদন থেকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে এ সকল অনিয়ম ও দুর্নীতি তথ্যের প্রমাণ পাওয়া যায়।

কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এডহক কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান জানান, অডিট কমিটি দুই বছরে অনেক টাকার গরমিল পায়। বাকি ১২ বছরের একটি খসড়া হিসাব করেন অডিট কমিটি। সেখানে কোটি টাকার ওপরে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। মোহাম্মদ আব্দুল মালেক ১৪ বছর ধরে প্রধান শিক্ষক হিসেবে বিদ্যালয়ে কর্মরত রয়েছেন। সেই হিসেবে বহু টাকার হিসাব অডিট কমিটির কাছে তিনি দিতে পারেনি। তবে তিনি বলেছেন বিদ্যালয়ের প্রাপ্ত টাকা বিদ্যালয়ের ব্যাংক হিসাবে জমা করে দেবেন।

ব্যাংক হিসাবের তথ্য মতে, ২০১০ থেকে ১৯ সাল পর্যন্ত প্রতিষ্ঠানের ব্যাংকের হিসাব নম্বরে প্রায় ৮০ হাজার টাকা জমা পেয়েছিল অডিট কমিটি।

বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, প্রধান শিক্ষক প্রতিষ্ঠানের পাওনা টাকা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব নম্বরে জমা দিয়েছেন। বর্তমানে বিদ্যালয়ের ব্যাংক হিসাব নম্বরে ২০২২ ও ২৩ সালের আয় ও প্রধান শিক্ষক থেকে দেয়াসহ ৬ লাখ এবং প্রতিষ্ঠানের উন্নয়ন অনুদানের ৫ লাখ টাকার মতো জমা রয়েছে।

হরিমঞ্জুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মালেক কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদের দায়িত্বে রয়েছেন। বিদ্যালয়ের অফিস কক্ষে এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি স্বচ্ছভাবে প্রতিষ্ঠান চালিয়েছি। আমাকে এই প্রতিষ্ঠান থেকে সরানোর অপচেষ্টা হিসেবে এ ধরনের অভিযোগ তোলা হচ্ছে। আমার বিরুদ্ধে ১৪ বছরের মধ্যে কোনো অভিযোগ নেই। হঠাৎ এখন এসে অভিযোগ করছে। ব্যাংক হিসাব সম্পর্কে প্রধান শিক্ষক বলেন, ‘বর্তমানে স্কুল হিসাব নম্বরে ৬ লাখ নয়, ১২ লাখ টাকা জমা আছে' অডিট সম্পর্কে তিনি বলেন, ‘অডিট ভালোভাবে হয়নি। অডিট সঠিক হলে আমার কাছে টাকা পাওয়ার কোনো সুযোগ নেই'। স্কুলে বাৎসরিক ২২ থেকে ২৫ লাখ টাকা সম্ভাব্য আয় সম্পর্কে তিনি বলেন, ‘বাৎসরিক এত টাকা আয় হয় না। এটা অডিটের ভুল'। রাজনীতিতে যুক্ত থাকা সম্পর্কে তার ভাষ্য, ‘এই বিষয়টি যদি অবৈধ হয় তাহলে আমি পদত্যাগ করব। আমি কোনো সুযোগ নেওয়ার জন্য রাজনীতি করি না'

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালাম বলেন, দীর্ঘদিন ধরে এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে পরিচালনা কমিটির না থাকায় ফলে হিসেব-নিকাশ প্রধান শিক্ষক নিজেই রাখতেন। প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আমি মৌখিকভাবে জেনেছি। বিদ্যালয়ে পরিচালনা পরিষদ এই বিষয়গুলো দ্রুত সমাধান করার বলে আশা প্রকাশ করছি।

বর্তমান পরিচালনা কমিটির সভাপতি কাপাসিয়া উপজেলা নির্বাচনে কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন, আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছি বেশিদিন হয়নি। যেহেতু আমি যোগদানের পূর্বে এই বিষয়গুলি। বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্যদের নিয়ে একটি মিটিং করা হবে। সকলের সিদ্ধান্ত ক্রমে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।

(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ দেশে ফিরছেন খালেদা জিয়া, পথে পথে অভ্যর্থনা জানাবেন নেতাকর্মীরা
হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা
প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে অনুমতি লাগবে স্বাস্থ্য অধিদপ্তরের
বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুনের সূত্রপাত নিয়ে যা জানা গেল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা