মিয়ানমারে সংঘর্ষ: প্রাণ বাঁচাতে বাংলাদেশে জান্তার ১০৬ সীমান্তরক্ষী

মিয়ানমারে বিদ্রোহীদের ব্যাপক হামলার মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ-বিজিপির ১০৬ জন সদস্য। অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করা বিজিপি সদস্যদের নিরস্ত্র করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে বিজিবি।
রবিবার সকাল থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত তারা বাংলাদেশে প্রবেশ করেছেন। তারা বিজিবির বিভিন্ন ক্যাম্পে আছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা টাইমসকে এ তথ্য জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।
এর আগে রবিবার রাতে বিজিবি জানিয়েছিল সীমান্ত পাড়ি দিয়ে ৬৮ জন সদস্য দেশের অভ্যন্তরে প্রবেশ করেছে। পরে সকালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯৫ জনে। সবশেষ রাত সাড়ে সাতটা পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ১০৬ জনে।
সোমবার রাতে বিজিবি এক বার্তায় জানিয়েছে, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১০৬ জন সদস্য অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করেছে। বিজিবি তাদেরকে নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে।
এদিকে সোমবার দুপুরে নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের জলপাইতলীতে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে বাংলাদেশে দুজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন বাংলাদেশি নারী এবং অন্যজন রোহিঙ্গা। এরপর নাইক্ষ্যংছড়ির পাঁচটি বিদ্যালয় বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
জানা গেছে, দুপুর ২টা ২০ মিনিটে বাদশা মিয়া নামে এক বাসিন্দার ঘরে একটি মর্টার শেল এসে পড়ে। এ সময় ঘটনাস্থলেই এক রোহিঙ্গা শ্রমিক নিহত হন। তার পরিচয় পাওয়া যায়নি। অন্যদিকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান বাদশা মিয়ার স্ত্রী হোসনে আরা বেগম।
(ঢাকাটাইমস/০৫ফেব্রুয়ারি/এসএস/ইএস)

মন্তব্য করুন