৫ বছরের সাজা এড়াতে ১৪ বছর পলাতক

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় অভিযান চালিয়ে সুজন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি ৫ বছরের সাজা এড়াতে প্রায় ১৪ বছর বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার দুপুরে চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুজন গণিপুর এলাকার আকবর শেঠের ছেলে।
পুলিশ জানায়, গত ২০০৯ সালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হন মাদক ব্যবসায়ী সুজন। পরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। গ্রেপ্তারের পর কয়েক মাস কারা ভোগের জামিনে যান তিনি। পরবর্তীতে ওই মামলায় সুজনকে ৫ বছরের কারাদণ্ড প্রদান করে আদালত। রায় প্রদানের পর থেকে গ্রেপ্তার এড়াতে প্রায় গত ১৪ বছর ধরে বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন তিনি।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামি একটি মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত। সোমবার দুপুরে তাকে গ্রেপ্তারের পর বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
(ঢাকা টাইমস/০৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন