৫ বছরের সাজা এড়াতে ১৪ বছর পলাতক

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৩৬
অ- অ+

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় অভিযান চালিয়ে সুজন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি ৫ বছরের সাজা এড়াতে প্রায় ১৪ বছর বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার দুপুরে চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুজন গণিপুর এলাকার আকবর শেঠের ছেলে।

পুলিশ জানায়, গত ২০০৯ সালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হন মাদক ব্যবসায়ী সুজন। পরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। গ্রেপ্তারের পর কয়েক মাস কারা ভোগের জামিনে যান তিনি। পরবর্তীতে ওই মামলায় সুজনকে ৫ বছরের কারাদণ্ড প্রদান করে আদালত। রায় প্রদানের পর থেকে গ্রেপ্তার এড়াতে প্রায় গত ১৪ বছর ধরে বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন তিনি।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামি একটি মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত। সোমবার দুপুরে তাকে গ্রেপ্তারের পর বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

(ঢাকা টাইমস/০৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ দেশে ফিরছেন খালেদা জিয়া, পথে পথে অভ্যর্থনা জানাবেন নেতাকর্মীরা
হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা
প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে অনুমতি লাগবে স্বাস্থ্য অধিদপ্তরের
বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুনের সূত্রপাত নিয়ে যা জানা গেল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা