নড়াইলে ইউপি চেয়ারম্যান ও কলেজ শিক্ষকের মৃত্যু

নড়াইল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৯
অ- অ+

নড়াইল সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক আমজাদ হোসেন (৬৪) মৃত্যুবরণ করেছেন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল জেলা হাসপাতালে মারা যান তিনি। এর আগে শহরের ভওয়াখালীর বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। জোহর নামাজ শেষে নড়াইলের দুর্গাপুর এলাকায় শাহাবাদ মাজিদিয়া মহিলা মাদরাসা এলাকায় আমজাদ হোসেনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর আসর নামাজ বাদ গ্রামের বাড়ি নড়াইলের জুড়ালিয়ায় দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

আমজাদ হোসেন ২০১৯ সালের ফেব্রæয়ারিতে চাকরি থেকে অবসরগ্রহণ করেন। তার মৃত্যুতে নড়াইল সরকারি মহিলা কলেজের শিক্ষক-কর্মচারীরা শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে, নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম মোল্যা (৩২) হৃদরোগে মারা গেছেন। সোমবার দুপুরে মাইজপাড়া বাজারে হৃদরোগে আক্রান্ত হলে জেলা হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নড়াইলের তারাশি গ্রামের জসিম মোল্যা মাইজপাড়া বাজার বণিক সমিতির সভাপতিও ছিলেন। আসর নামাজ বাদ মাইজপাড়া ডিগ্রি কলেজ মাঠে প্রথম জানাজা এবং তারাশি গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ দেশে ফিরছেন খালেদা জিয়া, পথে পথে অভ্যর্থনা জানাবেন নেতাকর্মীরা
হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা
প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে অনুমতি লাগবে স্বাস্থ্য অধিদপ্তরের
বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুনের সূত্রপাত নিয়ে যা জানা গেল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা