চুয়াডাঙ্গায় ইজিবাইকের চাপায় প্রাণ গেল শিশুর

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৫৬
অ- অ+

চুয়াডাঙ্গায় ইজিবাইকের চাপায় তানিশা খাতুন (৫) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানিশা খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএন্ডবি মাঠপাড়ার ইজিবাইক মেকানিক জীবন হোসেনের মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, শিশু তানিশা আরবি পড়ে বাড়িতে ফিরছিল। এসময় বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইক তানিশাকে ধাক্কা দিলে পাকা রাস্তায় ওপর পড়ে যায়। এতে ইজিবাইকের চাকা তানিশার পেটের ওপর দিয়ে চলে যায়। পরিবারের সদস্যরা তানিশাকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া মা-আরিজ বলেন, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সেকেন্দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় শিশুটির মরদেহে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকা টাইমস/০৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ দেশে ফিরছেন খালেদা জিয়া, পথে পথে অভ্যর্থনা জানাবেন নেতাকর্মীরা
হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা
প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে অনুমতি লাগবে স্বাস্থ্য অধিদপ্তরের
বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুনের সূত্রপাত নিয়ে যা জানা গেল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা