সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকাল ৩টার দিকে সিরাজগঞ্জ-সয়দাবাদ-ঢাকা মহাসড়কের পাইকপাড়া ঠাকুরটেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস। তিনি বলেন, সয়দাবাদের দিক থেকে একটি মোটরসাইকেলে করে দুজন আরোহী শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় তারা শহর থেকে সয়দাবাদমুখী একটি ট্রাকের নিচে চাপা পড়েন।
পরে তাদের উদ্ধার করে দ্রুত সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাকটি আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহত দুজনের মরদেহ হাসপাতালে আছে।
(ঢাকা টাইমস/০৬ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন