চাল মজুত করায় নওগাঁর ব্যবসায়ীকে জরিমানা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০৩ | প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫১

নওগাঁর রাণীনগরে অধিক মুনাফার আশায় চাল মজুত রাখার অপরাধে দীনেশ চন্দ্র নামে এক চাল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার পারইল ইউনিয়নের পারইল গ্রামে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাণীনগরের ইউএনও উম্মে তাবাসসুম।

ইউএনও জানান, উপজেলার পারইল গ্রামে চাল ব্যবসায়ী দীনেশ চন্দ্রের বাড়িতে চাল মজুত করে রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই ব্যবসায়ীর গুদামে অবৈধভাবে ৩৫০ বস্তা চাল মজুত পাওয়া যায়। অধিক মুনাফার আশায় চাল মজুত রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ী দীনেশকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে যেন এ ধরনের অপরাধ না করেন সে সম্পর্কে ওই ব্যবসায়ীকে সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের সময় উপস্থিত ছিলেন- রাণীনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবাইদুল হক, উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা রায়হান, পারইল ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ ও থানা পুলিশ।

(ঢাকা টাইমস/০৬ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :