নোয়াখালীতে বাস চাপায় শিশুসহ নিহত ২

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২৪
অ- অ+

নোয়াখালী পৌর এলাকার মাইজদী-সোনাপুর সড়কে যাত্রীবাহী বাস চাপায় অজ্ঞাত (৬০) এক নারী ও জান্নাতুল ফেরদাউস (৮) নামের এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মাইজদী-সোনাপুর সড়কের ইসলামিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল ফেরদাউস সদর উপজেলার চর করমুল্যা এলাকার জাকের হোসেনের মেয়ে। তবে নিহত নারীর নাম-পরিচয় জানা না গেলেও তিনি একজন ভবঘুরে ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজের ছেলে-মেয়ে ও স্ত্রীসহ ইসলামিয়া মাদরাসা সংলগ্ন একটি বাসায় ভাড়া থাকতেন ব্যবসায়ী জাকের হোসেন। এক ছেলে ও এক মেয়ের মধ্যে জান্নাতুল ফেরদাউস ছিল বড়। বিকালে ওই নারীর সঙ্গে বাসার সামনের মাইজদী-সোনাপুর সড়কের এক পাশ থেকে অন্য পাশে পার হওয়ার সময় সোনাপুর থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাদের দুইজনকে চাপা দেয়। এসময় বাসটি দ্রুত পালিয়ে যাওয়ায় তা আটক করা সম্ভব হয়নি। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

নিহত জান্নাতুল ফেরদাউসের বাবা জাকের হোসেন বলেন, ভ্যান গাড়ি করে শহরের বিভিন্ন স্থানে ব্যবসা করেন তিনি। প্রতিদিনের মতো শুক্রবার বাসা থেকে বের হয়ে আসার পর আর বাসায় যাননি তিনি। সন্ধ্যায় লোকজনের মাধ্যমে তার মেয়ের কথা শুনতে পেয়ে হাসপাতালে গিয়ে তাকে মৃত দেখতে পান।

সুধারাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজ জানান, ওই নারী ও শিশুকে চাপা দেওয়া গাড়িটি দ্রুত পালিয়ে যাওয়ায় তা স্থানীয়রা আটকাতে পারেনি। নিহতের মৃতদেহ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

টাইমস/০৯ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ভিডিপি অ্যাডভান্সড কোর্স’ তৃণমূল আনসারে দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলবে: মহাপরিচালক
‘কুখ্যাত’ নয়টি ধারা বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুমোদন, ইন্টারনেট মৌলিক অধিকার
নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণী আইন সংশোধনের খসড়া চূড়ান্ত অনুমোদন
জুবাইদা রহমান ফিরোজা থেকেই হাসপাতালে যাবেন মাকে দেখতে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা